Advertisment

ঘরে বসেই কী ভাবে বানাবেন সার্জিকাল মাস্ক?

মাস্কের আকাল পড়েছে ওষুধের দোকানে। এই অবস্থায় অযথা প্যানিক করবেন না। চাইলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় মাস্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সারা বিশ্ব জুড়েই ছড়িয়েছে করোনা আতঙ্ক। দেশের মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। মাস্কের আকাল পড়েছে ওষুধের দোকানে। এই অবস্থায় অযথা প্যানিক করবেন না। চাইলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় মাস্ক। আর মাস্ক যে শুধু করোনার জীবাণু আটকাবে, তাই-ই নয়। বাইরের দূষণ, ধুলাবালি আর নানা রোগের জীবাণু থেকে বাঁচতেও ছোট-বড় সবার প্রতিদিনই মাস্ক ব্যবহার করা উচিত।

Advertisment

জেনে নিন ঘরে মাস্ক বানানোর পদ্ধতি 

চার ইঞ্চি করে দুই টুকরো সুতির কাপড় নিন

একটির সঙ্গে আরেকটি সেলাই করুন

সেলাই দেওয়ার সময় ওপরের ছবিরমতো আধা ইঞ্চি পর পর ভাঁজ করে নিন

এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত

তৈরি হয়ে গেল আপনার মাস্ক।

বাড়ির সবার জন্য একবারে বেশি করে তৈরি করে রাখুন, এগুলো ব্যবহার করলে সব সময়ই জীবাণু থেকে নিরাপদে থাকতে পারবেন।

coronavirus
Advertisment