Advertisment

এক মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন ভার্জিন মোজিতো

সাজানোর জন্য একটা লেবু ফালি দিয়ে কেটে গ্লাসের ধারে রাখতে পারেন। এবার স্ট্র দিয়ে সার্ভ করুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেএফসি বা কোনও খাবারের দোকানে গিয়ে খাবারের পাশাপাশি ক্রাসাস বেছে নেওয়ার প্রবণতা নতুন প্রজন্মের। প্রথমেই সাধ্যের মধ্য়ে যেটি থাকে সেটি হল ভার্জিন মোজিতো। গরমে ভার্জিন মোজিতো খাওয়ার মজাই আলাদা। এবার ভার্জিন মোজিতো বানিয়ে ফেলুন বাড়িতে বসেই।

Advertisment

বাড়িতে লোক আসুক, কী নিজের একঘেঁয়েমি কাটাতে বা একলা সময় কাটানোর সময় হাতে নিয়ে নিন এক গ্লাস ভার্জিন মোজিতো। এক মিনিটেই বানিয়ে ফেলা যায় এই সরবত্্।

অবশ্য এর জন্য আগাম আপনাকে জোগার করে রাখতে হবে উপাদান।

কী কী লাগে ভার্জিন মোজিতো বানাতে ?

১) ছোট টুকরো বরফ
২) পুদিনা পাতা
৩) বিট নুন
৪) পাতি লেবু
৬) মিন্ট
৭) সোডা বা স্প্রাইট

তৈরির পদ্ধতি

গ্লাসে প্রথম পুদিনা পাতা দিন, তারপর নুন, ও লেবু টুকরো টুকরো করে দিন। এরপর গ্লাসের ভেতরে চিপে লেবির রস বের করুন এবং পুদিনা পাতা থেতো করুন, তবে বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই। অল্প চাপেই সম্ভব হবে। বেশি চিপলে লেবুর খোসার তেতো ভাব বেরিয় পড়বে। অথবা বেশি টক হয়ে যেতে পারে। স্বাদ বুঝে লেবু দিন। একপর মিন্ট গুড়ো দিন এক চামচ। মিন্ট যদি না পান, পোলো লজেন্স গুড়ো করে জলে দিতে পারেন। এরপর বরফ গুলো দিয়ে, স্প্রাইট বা সোডা দিয়ে দিন। এবার একটু নাড়িয়ে দিন। সাজানোর জন্য একটা লেবু ফালি দিয়ে কেটে গ্লাসের ধারে রাখতে পারেন। এবার স্ট্র দিয়ে খেয়ে নিন।

lifestyle
Advertisment