ফ্যান চালালেই ঘর গরম হবে এই ঠাণ্ডায়

দিনের শেষে লেপ কম্বলের তলায় যাওয়ার আগে পর্যন্ত কিন্তু জুবুথুবু ভাব মোটে কমছে না। এইরকম সময়ে ঘর গরম করার কিছু উপায় জানা থাকলেও বেশ হয়।

দিনের শেষে লেপ কম্বলের তলায় যাওয়ার আগে পর্যন্ত কিন্তু জুবুথুবু ভাব মোটে কমছে না। এইরকম সময়ে ঘর গরম করার কিছু উপায় জানা থাকলেও বেশ হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে কলকাতা সহ সারা রাজ্য। শুধু বাইরে বেরোলেই না, ঘরের ভেতরেও থাবা বসাচ্ছে ঠাণ্ডা। দিনের শেষে লেপ কম্বলের তলায় যাওয়ার আগে পর্যন্ত কিন্তু জুবুথুবু ভাব মোটে কমছে না। এইরকম সময়ে ঘর গরম করার কিছু উপায় জানা থাকলেও বেশ হয়। বিজ্ঞানীরা বলছেন ফ্যান চালিয়ে রাখতে, তবেই নাকি ঠাণ্ডা লাগা কমবে।

Advertisment

শীতে ফ্যান চালালে যে ঠান্ডা কমে, তা আমাদের কথা নয়। বিজ্ঞানীরাই বলছেন, গরম বাতাস সব সময় হালকা হয়। তাই ঘরের সিলিংয়ের কাছের বাতাস তুলনামূলক গরম থাকে। সিলিং ফ্যান চালালে সেই বায়ু নিচে নেমে আসবে। আর এতে করে একটু হলেও ঠাণ্ডা কম লাগবে।

আরও পড়ুন, ঠাণ্ডায় নাক বন্ধ হয়ে যাচ্ছে যখন তখন? কী করবেন?

উলের পর্দা লাগিয়েও ঘর ঠাণ্ডা খানিকটা কমাতে পারেন। এছাড়া অন্য ঘরের তুলনায় রান্না ঘরটা গরম থাকে। যখন খুব ঠান্ডা থাকে রান্না তখন করলে পুরো ঘর গরম হয়ে যাবে। তবে বিনা কারণে গ্যাস জ্বালিয়ে রাখবেন না। এতে জ্বালানি অপচয় ও বড় দুর্ঘটনা ঘটতে পারে।