আমাদের শরীরের প্রতিটি অঙ্গের জন্য পুষ্টির প্রয়োজন। ব্যতিক্রম নয় চুল-ও। কোনও কারণে সেই পুষ্টির অভাব হলেই চুল পড়তে শুরু করে।
চুল হল বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। তাই প্রতিটি মানুষই ঘন, কালো, ঝলমলে রেশমের মতো চুল চান। কারণ এমন চুলেই তো স্টাইল করে মজা। এই স্টাইলের উপর ভর করেই সামনে থাকা মানুষটিও আপনার দিকে তাকাবে। কিন্তু সেই ভালোবাসার, অতি গর্বের চুলই যখন ঝরে পড়তে শুরু করলেই মন খারাপ হয়ে যায়। প্রথমে কয়েকটি তারপর এক ঝটকায় অনেক চুল পড়া শুরু হয়। একবার যদি সমস্যা বেড়ে যায় তার সমাধান কঠিন। তাই প্রথম থেকেই ব্যবস্থা নিতে হবে। আপনাকে অবশ্যই প্রথম থেকে সতর্ক হতে হবে। সতর্কতার সঙ্গে নিয়ে নিন কিছু ঘরোয়া পদক্ষেপ।
চুলে পুষ্টির জোগান দিতে গেলে হেয়ার মাস্কের ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে হেয়ার মাস্ক চুলের পুষ্টি জোগায়। তাই চুল থাকে সুস্থ। কলা ও ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এক নজরে দেখে নিন কী ভাবে বানাবেন আর কী কী লাগবে?
কলার তৈরি হেয়ার মাস্ক তৈরির পদ্ধতি
১. এক্ষেত্রে একটি কলা এবং ডিমের সাদা অংশের প্রয়োজন।
২. প্রথমে ভালো করে কলা চটকে নিন। যেন ভালো মতো নরম হয়ে যায় সেই দিকে রাখুন খেয়াল।
৩. এরপর ডিমের সাদা অংশ এরমধ্য়ে দিন।
৪. ভালো করে এই মিশিয়ে নিন।
৫. তারপর মাথায় এই মিশ্রণ মেখে নিতে হবে।
৬. মাথায় এক থেকে দুই ঘণ্টা এই ফেসপ্যাক রেখে দিন।
৭. আপনি রাতে মাথায় এই প্য়াক মেখেও শুয়ে পড়তে পারেন।
৮. তারপর মাথা ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিন।
৯. মাথায় শ্যাম্পু করা হয়ে গিয়ে থাকলে ময়াশ্চারাইজার মেখে নিন।
এই মাস্কের গুণাবলী
এই হেয়ার প্য়াকের অনেক লাভ। এক্ষেত্রে মাথায় থাকা অতিরিক্ত তেল পরিষ্কার হয়। এছাড়া কলায় থাকা পটাশিয়াম চুলের গ্রোথ বাড়ায়। ডিমে থাকা প্রোটিন চুলকে করে তোলে মজবুত।
মেথি বীজের হেয়ার প্যাক তৈরির পদ্ধতি
১. এক্ষেত্রে প্রথমেই প্রয়োজন কিছুটা মেথির।
২. এরপর দরকার এক থেকে দুই কাপ জল।
৩. এবার সেই জলে মিশিয়ে দিন মেথি।
৪. এরপর মেথি ভালো করে পিষে নিন। এই কাজে ব্যবহার করতে পারেন মিক্সি।
৫. মাথার ত্বকে এই মিশ্রণ লাগান। লাগান চুলেও। ভালোমতো লাগাবেন।
৬. এরপর এক থেকে দুই ঘণ্টা ছেড়ে দিন।
৭. তারপর শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
৮. শ্যাম্পু করা শেষ হলেই ময়েশ্চারাইজার মাখুন।
মেথির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারে। চুল হয় মজবুত ও ঘন, কালো। তাই দেরি না করে আজই এই হেয়ার প্যাক দুটির ব্যবহার শুরু করে দিন।