Dark Circle Removing Tips: চোখের নীচে ডার্ক সার্কেল নিয়ে নাজেহাল? মাত্র তিন থেকে চার দিনে এই ঘরোয়া প্যাকে দূর হবে কালো ছোপ

Dark Circle Removing: প্রচণ্ড কাজের চাপে পর্যাপ্ত ঘুম হচ্ছে না? চোখের নীচে ডার্ক সার্কেল চওড়া হচ্ছে? ঘরোয়া টোটকায় এক চুটকিতে দূর হবে কালো দাগ।

Dark Circle Removing: প্রচণ্ড কাজের চাপে পর্যাপ্ত ঘুম হচ্ছে না? চোখের নীচে ডার্ক সার্কেল চওড়া হচ্ছে? ঘরোয়া টোটকায় এক চুটকিতে দূর হবে কালো দাগ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
ডার্ক সার্কেল - dark circle

চোখের নীচে ডার্ক সার্কেল চওড়া হচ্ছে?

Dark Circle Removing Home Remedies: চোখ যেমন শরীরের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ, তেমনই স্পর্শকাতর। কিন্তু সেই সুন্দর চোখের নীচে যদি  Dark Circles-দেখা দেয়! ত্বকে কালো ছোপ দীর্ঘস্থায়ী হলেও তা ক্ষতিকর। সৌন্দর্য বর্ণনা করতে চোখের দিকেই যেন সবার আগে নজর যায়। মুখ তো নাকি মানুষের মনের আয়না। আর সেখানের কোনও অংশে যদি কালো ছোপ বা দাগ থাকে তা মোটেই খুব একটা দৃষ্টিনন্দন হবে না। কর্মব্যস্ত জীবনে নিজের প্রতি যত্ন নেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না।  কাজের চাপে ক্লান্তি বৃদ্ধি, শরীরের চাহিদা মতো ঘুম না হওয়া অর্থাৎ অনিদ্রা বা কাজের চাপ— যে কোনও কারণেই এক বার যদি এই Dark Circles দেখা দেয় তা হলে এই দাগ ক্রমশ বাড়তে থাকবে। 

Advertisment

ঘরোয়া কিছু সামগ্রীর সাহায্যেই অনায়াসে দূর হয়ে যাবে Dark Circles। রান্নাঘরের সামগ্রী দিয়ে ঘরোয়া প্যাক তৈরি করে লাগালে সপ্তাহখানেকের মধ্যেই ফল পাওয়া যাবে। চোখের নীচে প্যাক ব্যবহারের আগে ত্বকের অন্য কোনও অংশে লাগিয়ে প্যাচ টেস্ট করে নেওয়া দরকার। বাজারচলতি ক্রিম নয়, চটজলদি উপকার পেতে কোন ঘরোয়া প্যাকগুলি লাগানো যেতে পারে দেখে নিন এক নজরে। 

আলুবাটার প্যাক: খোসা-সহ আলু বেটে চোখের নীচে লাগালে কালো দাগ দূর হবে অনায়াসে। তিন-চার দিন এই প্যাকটি ব্যবহার করলে চোখের কালো দাগ দূর হবে।

নারকেল তেল ও হলুদের প্যাক: কাঁচা হলুদ বেটে তার সঙ্গে নারকেল তেল আর আমন্ড তেল মেশাতে হবে। থকথকে ঘন প্যাক বানিয়ে চোখের নীচে পুরো মুখে ভালোভাবে লাগানোর পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

Advertisment

টি ব্যাগ: টি ব্যাগ ব্যবহার করার পর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে চোখ বন্ধ অবস্থায় ১০মিনিট চোখের উপর রাখতে হবে। রোজ যদি টি-ব্যাগ ব্যবহার করা যায় তাহলে দূর হবে চোখের নীচের কালো দাগের সমস্যা।

শসার প্যাক: শসা কুঁচিয়ে নিয়ে তার সঙ্গে দই মিশিয়ে তৈরি প্যাক চোখের নীচে কালো ছোপ দূর করতে খুবই উপকারী। প্যাকটি ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর চোখের নীচে লাগাতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দু’থেকে তিন দিন ব্যবহার করলেই চটজলদি দূর হবে চোখের নীচের কালি। 

দই-মধুর প্যাক: দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বৃদ্ধি করে। দই, মধু আর গোলাপ জলের মিশ্রনে প্যাক তৈরি করে তা চোখের নীচে ও মুখে দিনে দু’বার লাগাতে হবে। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে মুখে ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগাতে হবে। শুতে যাওয়ার আগে চোখের চারপাশে এক পরত আমন্ড তেল লাগিয়ে নিলে আরও ভাল ফল পাওয়া যাবে।

গাজরের প্যাক: গাজর প্রচুর পরিমানে ভিটামিন ‘A’ ও অ্যান্টিঅক্সিড্যান্ট। যা চোখে Dark Circles বা বলিরেখা রুখতে সাহায্য করে। গাজর কুরে নিয়ে অথবা হাল্কা সেদ্ধ করে তার সঙ্গে মধু মিশিয়ে তৈরি প্যাক চোখের নীচের কালি দূরীকরণে সাহায্য করে। প্যাকটি ১০ মিনিট চোখের নীচে লাগিয়ে ধুয়ে নিতে হবে। এর পর অবশ্যই আই ক্রিম অথবা ময়শ্চারাইজার লাগানো দরকার। 

কফি বিন প্যাক: শপিং মলে বা নামজাদা কোনও কফিশপে কফি বিন কিনতে পাওয়া যায়। ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে এক চামচ কফিবিন গুঁড়ো পরিমান মতো কোকো পাউডার ও মধু মিশ্রিত প্যাক চোখের নীচের কালো ছোপ দূর করে। চোখের নীচ-সহ পুরো মুখে এই প্যাক লাগানো যায়।  
শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই হবে। 

dark circle beauty-tips