Relationship Goals: সম্পর্কে প্রতারণা আজকাল খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রেমের সম্পর্কে থাকাকালীন অনেকেই হঠাৎ করেই প্রতারণার শিকার হন। তবে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার ঘটনা বিয়ের পরেও ঘটতে থাকে। তবে ঠিক কী কারণে বাড়ছে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার ঘটনা?
রিলেশনপিশ এক্সপার্টরা যেটা মনে করছেন সম্পর্কে হঠাৎ করে প্রতারণার ঘটনা ঘটে না। বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘদিনের মান-অভিমান থেকেই ঘটে এমন প্রতারণার মত ঘটনা।
বহুদিন সম্পর্কের মধ্যে থাকার পর অনেকের কাছে জীবন ও সম্পর্ক একঘেয়ে হয়ে পড়ে। একঘেয়ে সম্পর্ক থেকে মুক্তি পেতে মানুষ নতুন কিছুর সন্ধান করেন। পুরনো সম্পর্কে ছেদ পড়ে।
কেউ কেউ প্রতিশোধস্পৃহা মনোভাব থেকে সঙ্গীর সঙ্গে প্রতারণা করতে শুরু করেন। এর পিছনে অন্যতম প্রধান কারণে আগের কোনও সম্পর্ক বিচ্ছেদ। মনের মধ্যে সেই রাগ, হতাশা চেপে রাখেন অনেকেই। নতুন সম্পর্কে তার বহিঃপ্রকাশ ঘটে।
অনেকেই আছেন যারা সম্পর্কে আবদ্ধ হয়েও খুশি হতে পারেন না। ফলে সেই সম্পর্ক থেকে সরে যাওয়ার নানান অজুহাত খুঁজতে থাকেন। ঘটে প্রতারণার মত ঘটনা।
যদি সঙ্গীর কোন আচরণ খারাপ লাগে তা সম্পর্কে থেকেও দমবদ্ধকর অবস্থার মধ্যে অনেকে পড়ে যান সেক্ষেত্রে অনেকেই প্রতারণার সাহায্য নিয়ে সঙ্গীর থেকে দূরে সরে যান।
আপনার সঙ্গী যদি আপনার সাথে প্রতারণা করে, তবে আপনি সহজেই তা বুঝতে পারবেন
আচরণে পরিবর্তন:যদি আপনার সঙ্গীর আচরণ হঠাৎ করে পরিবর্তিত হয়, যেমন অল্পেতেই রেগে যাওয়া, খিটখিটে হওয়া হতে পারে প্রতারণার একটি লক্ষণ।
কম সময় কাটানো: আপনার সঙ্গী যদি হঠাৎ আপনার সাথে কম সময় কাটাতে শুরু করেন বা সবসময় ব্যস্ত থাকার অজুহাত দেন তাহলে তা হতে পারে প্রতারণার একটি লক্ষণ ।
কম কথোপকথন: আপনার সঙ্গী যদি হঠাৎ আপনার সাথে কম কথা বলা শুরু করেন বা আপনার সাথে কথা বলা এড়িয়ে চলতে শুরু করে, তবে তা প্রতারণার লক্ষণ হতে পারে।
মানসিক ভাবে দূরে সরে যাওয়া: আপনার সঙ্গী যদি অন্য কারুর সঙ্গে আবেগগত ভাবে যুক্ত হন তাহলে তিনি আপনাকে উপেক্ষা করতে পারেন বা এড়য়ে চলতে পারে। এই ধরণের ঘটনা হতে পারে প্রতারণার একটি বড় লক্ষণ।
আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গী আপনার সাথে প্রতারণা করছে, আপনি এই বিষয়গুলি মাথায় রাখুন:
আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন।
সঠিক সিদ্ধান্ত নিতে নিজেকে কিছু প্রশ্ন করুন।