scorecardresearch

বড় খবর

বসার ঘরে রাখা লাকি বাম্বু গাছটার যত্ন নেবেন কী ভাবে?

কেউ কেউ মনে করেন এগুলো বাড়িতে রাখা নাকি শুভ। বাড়িতে ড্রেসিং রুম, ডাইনিং রুম যেখানে সেখানে ঘরের শোভা বাড়াতে এই গাছ বেশ সাহায্য করে।

বসার ঘরে রাখা লাকি বাম্বু গাছটার যত্ন নেবেন কী ভাবে?

আজকাল কিন্তু অনেকের বাড়িতেই লাকি বাম্বু গাছ দেখা যায়.  এগুলো দেখে প্রথমে বাঁশগাছ বলে ভুল হতে পারে আপনার, আসলে কিন্তু এগুলো বাম্বু বা বাঁশ গাছ নয়। বলা চলে এগুলি ড্রেসিনা প্রজাতির গাছ। চলতি কথায় একে লাকি বাম্বু বলে অনেকে। কেউ কেউ মনে করেন এগুলো বাড়িতে রাখা নাকি শুভ। বাড়িতে ড্রেসিং রুম, ডাইনিং রুম যেখানে সেখানে ঘরের শোভা বাড়াতে এই গাছ বেশ সাহায্য করে। অনেকে আবার অফিসে নিজের ডেস্কের বোরিং লুক পালটে ফেলতে এই গাছ নিয়ে রাখেন। কিন্তু গাছ রাখলেই তো হবেনা তার যত্ন  তো করতে হবে।

কীভাবে এই গাছের যত্ন আত্তি করবেন জেনে নিন।

আলো

লাকি বাম্বু এমন একটা গাছ যার জন্য খুব বেশি আলো প্রয়োজন নেই। কম থেকে মাঝারি আলোতে গাছ ভালো থাকে।  বারান্দায় জানলার রেলিঙে সূর্যের আলো যেখানে সরাসরি এসে পরে সেখানে এই গাছ না রেখে  ঘরের ভেতর রাখলেই ভালো।

আরও পড়ুন, সিলিকা জেল থাকলে নিমেষে করে ফেলা যায় এই সব কাজ

জল

টব অথবা কাঁচের পাত্রের মধ্যে জল ঢেলে লাকি বাম্বু রাখা হয়। জলের দিকে খেয়াল রাখবেন। ড্রেসিনার পরিচর্যার জন্য খুব বেশি জল কিন্তু  প্রয়োজন নয়। আর জল যদি কালচে হয়ে যায় তাতে যদি ভাসমান কিছু থাকে সেই জল অবশ্যই বদলে দেবেন। অনেকদিন বেশি জমে গেলে এই জলে অ্যালগি জন্মাতে পারে।  যে পাত্রে গাছ রাখছেন, সেই পাত্রটিকে ধুয়ে নেবেন মাঝে মাঝে।

পাতার পরিচর্যা

অনেক সময় পাতা হলদে হয়ে যায় শুকিয়ে যায় বা নুইয়ে পড়ে ।আসলে কী হয়, যাদের বাড়ির জলে নুনের আধিক্য আছে বা আয়রনের আধিক্য আছে তাদের কিন্তু এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ঘনঘন জল বদলে দেওয়া দরকার আর কলের জলের বদলে মিনারেল ওয়াটার ব্যবহার করতে পারেন। পাতা হলদে হয়ে গেলে সেই অংশ ছেঁটে ফেলে দেবেন নইলে বাকি গাছ কিন্তু হলদে হয়ে যেতে শুরু করবে।

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: How to take care of indoor lucky bamboo plant