নাকে মুখে গুজে কোনোরকমে অফিসে ছোটেন সকালে। ফিরে এসেও ক্লান্তি গ্রাস করে, ফের পরের দিনের প্রস্তুতি। এসবের মাঝে নিজের জন্য সময় বের করা খুব মুশকিল। তাই ত্বকের যত্ন নেওয়া হয় না বললেই চলে। লকডাউন কিন্তু একটা ভালো কাজ করেছে। বাধ্যতামূলক তিন সপ্তাহ ছুটি পাওয়া গিয়েছে। অফিস কেন, কোথাও যাওয়ারই উপায় নেই। এখন উপায়? বাড়ি বসে কী করবেন ভাবছেন তো? যে ত্বকের যত্ন নিতে পারেন না বলে এত আফসোস, সামনের ক'টা দিন তাকেই সময় দিয়ে দেখুন না।
এক নজরে দেখে নিন কীভাবে যত্ন নেবেন ত্বকের
শুধু মুখ নয়, চাই সারা শরীরের যত্ন
মুখে মাঝেমধ্যেই স্ক্রাব তো লাগান! এবার যত্ন নিন সারা শরীরের! ব্রাউন সুগারের সঙ্গে জোজোবা অয়েল বা অলিভ অয়েল মিশিয়ে সারা শরীরের জন্য তৈরি করে নিন একটা এক্সক্লুসিভ বডি স্ক্রাব। স্নানের আগে সারা শরীরে ভালো করে ঘষে তুলে ফেলুন সব মৃত চামড়া। পায়ের বিশেষ যত্ন নেবেন।
বাবল বাথ
ভালোভাবে সারা শরীর স্ক্রাব করা হয়ে গেছে তো? এবার সময় স্নানের! হাতের কাছে রাখুন মিষ্টি গন্ধের বডিওয়াশ, খুব ভালো করে ফেনা করে স্নান করুন! জলের ধারার সঙ্গেই ধুয়ে যাবে যাবতীয় ক্লান্তি।
শিট মাস্কের জাদু
মুখে বাড়তি আর্দ্রতা চাইলে ভরসা রাখতে পারেন শিট মাস্কে। মুখে লাগিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন, ব্যস! নিজের নরম ত্বক দেখে নিজেই চমকে যাবেন!
ম্যানিকিওরে সময় দিন
দৈনন্দিন কাজের চাপে হাত পায়ের দিকে বেশি নজর দেওয়া হয় না! ফলে এই বাড়তি সময়টুকুতে নখের পরিচর্যা করতে পারেন ভালোভাবে। সুন্দর করে নখ ফাইল করুন, চটে যাওয়া নেল পলিশ তুলে নতুন পলিশ পরুন। মনটা ভালো হয়ে যাবে!
একটু বেশি ঘুমোন
বাড়িতে থাকার এমন সুযোগ বারবার আসে না। অফিসের কাজ একটু দ্রুত গুটিয়ে দিতে পারলে দুপুরে ছোট্ট করে ঘুমিয়ে নিতে পারেন। সমস্ত ক্লান্তি উধাও হয়ে গিয়ে ঝলমলে হয়ে উঠতে পারবেন সহজেই!