প্রাণঘাতী কোভিড-19 করোনাভাইরাস সম্পর্কে প্রতিদিনই নতুন তথ্য পাওয়া যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে করোনা সংক্রমণ প্রতিরোধে বারবার হাত ধোয়ার কথা বলেছেন। মেডিকেল বিশেষজ্ঞরা ঘরের মেঝে, পরার কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন।
তবে জুতা নিয়ে তেমন কিছু শোনা যায়নি। প্রশ্ন হলো, জুতায় কী থাকতে পারে করোনাভাইরাস? জুতো পরেই আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি। কিন্তু বাড়িতে এসে জুতো পরিষ্কার খুব কম মানুষই করেন।
আরও পড়ুন, ঘরে বসে কাজ করলেই পেট চুই চুই? কী খাবেন জানুন
এ বিষয়ে পক্ষে-বিপক্ষে নানা তথ্য পাওয়া যাচ্ছে যা মানুষকে বিভ্রান্ত করছে। ২৫ মার্চ বেশ কয়েকজন চিকিৎসক ও রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হাফিংটন পোস্ট। সেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ক্যারল উইনার জানিয়েছেন, জুতোর মাধ্যমে করোনাভাইরাস ঘরে আসে এমন কোনও প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এদিকে অস্ট্রেলিয়া গবেষকরা জানিয়েছেন, জুতার তলায় সবচেয়ে বেশি জীবাণু লাগে। ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাসও বাদ যায় না। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট কিংবা হাঁচি-কাশির মাধ্যমে বের হওয়া থুতু রাস্তায় পড়ে থাকলে জুতার মাধ্যমে করোনাভাইরাস আপনার ঘরে হাজির হতে পারে।
আরও পড়ুন, দিনভর ঘরবন্দি! সচল থাকতে কী করণীয়?
জুতার তলা সচরাচর টেকসই হয়। রাবার কিংবা অন্য সিনথেটিক পদার্থ দিয়ে তৈরি হয় তলা। প্লাস্টিকের তৈরি হলেও উচ্চমাত্রার ব্যাকটেরিয়া বহন করে। চামড়ার জুতো সাধারণত কেউ ধোয় না বলে জীবাণু তাতে লেগে থেকে।
অস্ট্রেলিয়ার গবেষকরা আরও জানান, জুতার তলায় লেগে থাকা জীবাণু হয়ে উঠতে পারে জীবননাশের কারণ। করোনা সংক্রমণ হয়নি এরকম পরিবারের লোকজনও মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুয়েও শুধুমাত্র জুতোর কারণে অসাব্ধানতাবশত ঝুঁকিতে পড়ে যায়।
আরও পড়ুন, করোনার দিনগুলো আসলে কাছে আনছে আমাদের, বলছে গবেষণা
বিভিন্ন দেশের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা এই দাবি করেছেন। তাই যা যা করণীয়
বাইরের জুতো ঘরে আনা যাবে না
জুতো জল দিয়ে ধুয়ে, রোদে রেখে দিলে ভাইরাস মরে যাবে, তারপর ঘরে রাখা যেতে পারে
জুতোয় রাজ্যের জীবানু লেগে থাকে, তাই জুতোয় হাত দেওয়ার পর হাত ভালো করে ধুতে হবে
ঘরের ভেতরে সবসময় আলাদা চটি পড়তে হবে