করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। কেরালার পর কলকাতাতেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। বেলেঘাটা আইডি হাসপাতালের সমস্ত কর্মীর এখন মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। অথচ এই মাস্ক নিয়ে কিন্তু অনেকের মধ্যেই ভুল ধারণা রয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক সার্জিকাল মাস্ক পরার সঠিক নিয়ম।
Advertisment
বায়ুদূষণের হাত থেকে বাঁচার জন্য যে মাস্ক পরতে হয়, সার্জিকাল মাস্ক কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত চিকিৎসকদের আপনি এই মাস্ক পরতে দেখে থাকবেন। এগুলো কিন্তু একবার ব্যবহার করা হয়ে গেলেই ফেলে দিতে হয়, আর ব্যবহার করা যায় না। মাস্ক কাপড়ের তৈরি হয়। একদিক রঙিন হয়, অন্যদিক সাদা।
রঙিন দিকটিতে জল বসে না, ফলে জীবাণু এখানে আটকে থাকতে পারে না।
কেনার সময় খেয়াল রাখতে হবে মাস্কের সঙ্গে পুরু ব্যান্ড রয়েছে কি না। এই ব্যান্ড দিয়েই আপনার নাকের মাপ অনুযায়ী মুখে আটকে থাকবে মাস্কটি।
নীচের দিকটি টেনে চিবুক কভার করে ফেলতে হবে, এতে পুরোপুরি জীবাণুমুক্ত থাকা সুনিশ্চিত করতে পারবেন আপনি।
সার্জিকাল মাস্ক খুলবেন কী ভাবে?
সার্জিকাল মাস্ক পরার মতোই খুলে ফেলাও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সার্জিকাল মাস্ক একটানা ব্যবহার করা হয়ে গেলে খুলে ফেলতে হবে, আর কিন্তু পরা যাবে না।
খোলার সময় মাস্কের ভেতরটায় হাত ছোঁয়াবেন না, কানের পাশ দিয়ে খুলে ফেলে ময়ূখ বন্ধ ডাস্টবিনে ফেলে দিন। অবশ্যই তার পর হাত ধুয়ে নিন।