Air Conditioner Machine: প্রবল গরমেও ঠান্ডা-ঠান্ডা কুল-কুল থাকতে সাধের AC-ই ভরসা অনেকের। এয়ার কন্ডিশনার মেশিন (Air Conditioner Machine) থেকে বেরনো ঠান্ডা হাওয়ায় হৃদয় যেন জুড়িয়ে যায়। দাবদাহের কালে AC বিক্রির রীতিমতো হিড়িক পড়ে যায়। তবে এবার বিরাট স্বস্তির এই AC মেশিন নিয়েই ভয়ঙ্কর এক আশঙ্কার কথা সামনে এল।
কী সেই আশঙ্কা?
AC চলতে থাকলে অনেক সময় তা থেকে দুর্গন্ধ বেরোয়। এর কারণ হল, বেশি তাপমাত্রায় AC মেশিনটি চালানো। এক্ষেত্রে AC-র ভিতরের অংশে আর্দ্রতা তৈরি হয়ে যায়। সেই জমে থাকা আর্দ্রতার জেরেই AC-র ভিতরের অংশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যেই থাকে ধুলো। ব্যাকটেরিয়া ও ধুলো মিশে তা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে।
আরও পড়ুন- Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC? কোনটি টেকেও বেশি আর বিদ্যুতের খরচও কমায়?
তবে AC থেকে বেরনো সব দুর্গন্ধই এক রকমের হয় না। অনেক সময় এসির ভিতরে কীট-পতঙ্গ মরে থাকতে পারে। তা থেকে বেরনো দুর্গন্ধ আলাদা। সেটা আপনাকে বুঝে নিতে হবে। এছাড়াও AC-র কোনও পার্টস বিকল হলে ইলেক্ট্রনিক্স যন্ত্র পুড়ে যাওয়ার মতো গন্ধ বেরোতে পারে। সেক্ষেত্রেও আপনাকে তড়িঘড়ি সতর্কতা নিতে হবে।
আরও পড়ুন- Travel: গরমে বেড়ানোর সেরার সেরা ৮ ঠিকানা! মনমুগ্ধকর সেপ্রান্তে গেলে ফিরতে মনই চাইবে না
সমস্যা সমাধানের উপায়…
AC থেকে যে কোনও ধরনের অস্বাভাবিক গন্ধ বেরোলেই সতর্ক হোন। নিয়মিত পরিস্কার করুন এসির ফিলটার। AC-র ভিতরের অংশে যাতে কোনওভাবেই জল না ঢোকে সেটা খেয়াল রাখুন। প্রতিবার গ্রীষ্মকালের আগেই এসির সার্ভিসিং করিয়ে নিন। AC থেকে যে কোনও ধরনের অস্বাভাবিক গন্ধ বেরোলেই দ্রুত AC মেশিনটি বন্ধ করে দিন। বিশেষজ্ঞ মেকানিকের পরামর্শ নিন।
আরও পড়ুন- Ceiling Fan: ফ্যানের স্পিড কমালেই কমে ইলেকট্রিক বিল? বিদ্যুতের খরচ কমানোর বাম্পার ফর্মূলা জানুন