Advertisment

বিমানবন্দরে সাবানের গুণগত মান বাড়ালে কমতে পারে রোগ সংক্রমণের হার

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট বলছে ৭০ শতাংশ যাত্রী শৌচালয়ে যাওয়ার পর হাত ধোয়। মাত্র ৩০ শতাংশের সেই অভ্যাস রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus precautions

প্রতীকী ছবি

করোনা ভাইরাস নিয়ে যখন দুনিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, তখন প্রকাশ্যে এল একটি সমীক্ষার রিপোর্ট। সমীক্ষা বলছে বিশ্বের খুব গুরুত্বপূর্ণ দেশের বিমানবন্দরগুলোতে হাত ধোয়ার সাবানের গুণগত মান উন্নত হলেই করোনা ভাইরাস সহ অন্য যে কোনও সংক্রমণের সম্ভাবনাই কমে যায়।

Advertisment

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) -র একটি গবেষণার ফলাফল দেখিয়ে দিচ্ছে, বিমানবন্দরে যাত্রীদের হাত ধোয়ার অভ্যেসই কমিয়ে দিতে পারে রোগ সংক্রমণের হার।

আরও পড়ুন, নাক ডাকা থেকে রেহাই পেতে এগুলো মানছেন তো?

রিস্ক অ্যানালিসিস জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। রিপোর্টে দেখানো হয়েছে, বিমানবন্দরের মতো জনবহুল এলাকাতেও হাত ধোয়ার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয় না সাধারণ যাত্রীরা।
বিমানবন্দর এমন একটা জায়গা, যেখানে দেশ বিদেশ থেকে লোক এসে চেয়ারে বসছে, সিকিউরিটি চেক পয়েন্টে যাচ্ছে, রেস্টরুমেও বিশ্রাম নিচ্ছেন নানা দেশের নানা মানুষ।

coronavirus, what is coronavirus, coronavirus symptoms, coronavirus in india, coronavirus indian express news

অ্যামেরিকান সোসাইটি অব মাইক্রোবায়োলজি-র একটি সমীক্ষা এর আগেই জানিয়েছিল বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে ২০ শতাংশের হাত পরিষ্কার থাকে, অর্থাৎ ২০ শতাংশ যাত্রী অন্তত ১৫ সেকেন্ড ধরে সাবান এবং জল দিয়ে হাত পরিষ্কার করেছে। বাকি ৮০ শতাংশের শরীর থেকেই কোনো না কোনও জীবানু ছড়ায়।

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট বলছে ৭০ শতাংশ যাত্রী শৌচালয়ে যাওয়ার পর হাত ধোয়। মাত্র ৩০ শতাংশের সেই অভ্যাস রয়েছে।

coronavirus, what is coronavirus, coronavirus symptoms, coronavirus in india, coronavirus indian express news 

গবেষণার ফলাফল বলছে বিশ্বের মাত্র ১০টা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে যাত্রীদের হাত ধোয়ার অভ্যেস যদি বদলানো যায়, তবে রোগ সংক্রমণের হার কমে ২৪ শতাংশ। মানুষের মধ্যে চেতনা বাড়াতে পোস্টার, জনঘোষণা, যথার্থ শিক্ষার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন গবেষকরা।

coronavirus
Advertisment