পুজোতে আর একদম বেশি সময় নেই। চারিদিকে আলো রোশনাই পুজোর আমেজ এবং খুশির হাওয়া। সঙ্গে খাওয়া দাওয়া তো রইলো। তবে পুজোর সঙ্গে সঙ্গে করোনা প্রসঙ্গে ভুলবেন না। মহামারীর প্রকোপ এখনও বেশ বহাল, মানুষের অসুস্থতা কিছুটা স্টেবেল হলেও আশঙ্কা কিন্তু থাকছেই। পুজো নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের গাইডলাইন জারি করেছে সরকার কর্তৃপক্ষ তারপরেও নিজেকে কিন্তু সুস্থ রাখা আবশ্যিক।
বেশ কিছুক্ষণ আগেও সরকার কর্তৃক কিছু নিয়ম পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পূর্বে বলা হয়, কোন ওভাবেই প্যান্ডেলে ঢোকার অনুমতি মিলবে না। তবে হাইকোর্ট সূত্রে জানানো হয় এবার দুটি টিকা নেওয়া থাকলেই মিলবে অনুমতি। এমনকি সিঁদুর খেলাতেও সম্পূর্ণ টিকা গ্রহণকারী ব্যক্তিদের কোনও অসুবিধে নেই। বড় প্যান্ডেলে ৪৫ জন এবং ছোট প্যান্ডেলে ১০ থেকে ১৫ জনের প্রবেশের অধিকার আছে। তবে পুজোয় এবার ছোট্ট কিছু পরিবর্তন এলে কি বিশাল ক্ষতি হবে?
ডা: সন্দীপ পাতিল এবং ডা: সুধীর গর ( বিভাগীয় প্রধান, ইমারজেন্সি মেডিসিন ) বলেন এতদিন ধরে বাড়িতে আবদ্ধ থাকার পর এটি খুব স্বাভাবিক মানুষ পরিবার এবং বন্ধুদের সঙ্গে অন্তত এইদিন গুলি সময় কাটাতে, আনন্দ করতে চাইবেই কিন্তু তারপরেও বেশি সংখ্যায় লোকজন নিয়ে উৎসবের উদযাপন না করাই ভাল। উৎসবের আমেজে একটু আবদ্ধ থাকলে শরীর এবং পরিবেশ যদি সুস্থ থাকে তবে কিন্তু বেশ ভাল। কী পরামর্শ দিলেন তারা?
- নিজের বাড়ি ঘর এমনকি পাড়ার পুজো সর্বত্রই আগত জনসাধারণকে নিরাপদে রাখার জন্য ব্যাবস্থা করুন। বাড়ির জানলা দরজা খোলা রাখুন। ডিস ইনফ্যাকট করুন যেন শ্বাস নিতে অসুবিধে না হয়।
- জমায়েত যেন ছোট হয়, বেশি পরিমাণ লোকজনকে ডাকবেন না।
- দেখবেন যেন সকলেই মাস্ক পরে থাকে। আর দূরত্ব অন্তত এক হাত হয়। বারবার স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করুন।
- বাইরে বেরোলে জনপরীবহণ এড়িয়ে চললেই ভাল। নিজের এলাকার মধ্যেই থাকুন। বেশি দূরে অচেনা জায়গায় না যাওয়া উচিত।
একান্তই যদি বাইরে বেরোনোর পরিকল্পনা থাকে তবে অবশ্যই,
- জনবহুল স্থান এড়িয়ে চলুন। সতর্ক থাকুন।
- বদ্ধ জায়গায় যাবেননা, খোলা জায়গায় দেখা করুন সকলের সঙ্গে।
- দুটি মাস্ক হলে ভাল, নয়ত একটি বাধ্যতামূলক এবং দেড় হাত মত দূরত্ব অবশ্যই রাখতে হবে।
- চেনা জানা মানুষদের সঙ্গেই বের হন। এবং চেষ্টা করুন তারা যেন সকলেই অন্তত একটি ডোজ দ্বারা টিকাপ্রাপ্ত হয়।
- বাড়ি ফিরে নতুন জামা হলেও গরম জ্বলে ডিটারজেন্ট এবং স্যাভলন দিয়ে ধুয়ে নিন। গরম জল দিয়েই স্নান করুন।
- যারা আস্থ্মা কিংবা নানা রোগ দ্বারা আক্রান্ত তারা দয়া করে বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। কোনও লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
এবার না হয় পুজো একটু মেনে চিন্তে হোক! আসছে বছর দ্বিগুণ মজা থাকবে, ভাসবে শহর আনন্দে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন