শীতকালে পা ফাটার সমস্যা খুব স্বাভাবিক হলেও, গরমে কিন্তু সেটি অন্য কোনও কারণে হতেই পারে। একেতে শীত পেরিয়ে গরম, বাতাসে হঠাৎ পরিবর্তন - এক ধরনের জ্বলুনি এবং আদ্র ভাব এই সময় স্কিনের পরিবর্তন খুব সাধারণ। তবে পায়ের চামড়া তুলনামূলক ভাবে কিছুটা মোটা, তাহলে কারণ কি?
Advertisment
পুষ্টিবিদ এবং বিশেষজ্ঞ ডা গীতিকা গুপ্ত বলছেন, গরমের দিনে আমাদের পা একেবারেই ঢাকা থাকে না ফলেই সূর্যের আলোয় এটি ক্র্যাক হওয়া কিংবা ফেটে যাওয়া এক ধরনের সমস্যা। আবার অনেকেই গরমেও পায়ে মোজা পড়েন, যে কারণে পায়ের আদ্র ভাব বজায় থাকে, সুতরাং সেই থেকেও কিন্তু পা ফেটে যাওয়া কিংবা কড়া পরে যাওয়া খুব স্বাভাবিক!
মূলত কী কী কারণে এই সমস্যা হয়?
এই গরমে জল স্বাভাবিকের থেকে উষ্ণ মাত্রায় থাকতেই পারে। সেই গরম জল দিয়ে পা ধুলে কিংবা স্নান করলে কিন্তু এই সমস্যা দেখা দিতেই পারে।
Advertisment
অনেকক্ষণ একভাবে দাড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা খুব সাধারণ, সেই থেকেও কিন্তু চামড়া ফেটে যেতে পারে। কিংবা যদি কেউ হিল জুতো পড়ে অনেক্ষণ হাঁটাচলা করে তারপরেও এমন হতেই পারে। তবে এই ফাটার প্রভাব কিন্তু কমানো যায়, বেশ কিছু নিয়ম মেনেই পায়ের যত্ন নিতে হবে। যেমন;