Train to Bhutan: এবার এক ট্রেনেই ভুটান, দুরন্ত পদক্ষেপে ভ্রমণপিপাসুদের মুশকিল আসান ভারতীয় রেলের

Indian Railways Train to Bhutan: এই রেল প্রকল্পের কাজ শেষ হলেই রেলপথে ভুটানের সঙ্গে জুড়ে যাবে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারত। তখন আরও সহজে কম খরচে পৌঁছে যাওয়া যাবে হিমালয়ের দেশে।

Indian Railways Train to Bhutan: এই রেল প্রকল্পের কাজ শেষ হলেই রেলপথে ভুটানের সঙ্গে জুড়ে যাবে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারত। তখন আরও সহজে কম খরচে পৌঁছে যাওয়া যাবে হিমালয়ের দেশে।

author-image
Subhamay Mandal
New Update
Train to Bhutan: ভারত এবং ভুটানের মধ্যে খুব শীঘ্রই রেলপথ স্থাপিত হতে চলেছে

Train to Bhutan: ভারত এবং ভুটানের মধ্যে খুব শীঘ্রই রেলপথ স্থাপিত হতে চলেছে

Train to Bhutan: হিমালয়ের কোলে স্থিত অপূর্ব এক দেশ ভুটান। নৈসর্গিক দৃশ্যে ভরপুর এই ছোট্ট দেশ বরাবরই ভারতীয় তথা বিশ্বের ভ্রমণপিপাসুদের পছন্দের গন্তব্য। তবে এখানে ঘুরতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। তবে এবার মুশকিল আসান করছে ভারতীয় রেলওয়ে। এবার এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে ভুটানে। ভারত এবং ভুটানের মধ্যে খুব শীঘ্রই রেলপথ স্থাপিত হতে চলেছে। অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু শহর পর্যন্ত এই রেলপথ চালু হবে। এই রেল প্রকল্পের কাজ শেষ হলেই রেলপথে ভুটানের সঙ্গে জুড়ে যাবে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারত। তখন আরও সহজে কম খরচে পৌঁছে যাওয়া যাবে হিমালয়ের দেশে।

Advertisment

৬৯.০৪ কিলোমিটার দীর্ঘ রেলওয়ে লিংক

এই রেলওয়ে লিংকের দৈর্ঘ্য হবে ৬৯.০৪ কিলোমিটার। যা অসমের কোকরাঝাড় থেকে শুরু হয়ে ভুটানের গেলেফু পর্যন্ত পৌঁছবে। এই প্রকল্পের জন্য বিস্তারিত রিপোর্ট বা ডিপিআর তৈরি হয়ে গিয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। ভারত এবং ভুটানের মধ্যে সংযোগ স্থাপনকে মজবুত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisment

এই রেল প্রকল্পের অন্তর্গত ৬টি স্টেশন তৈরি করা হবে। বালাজান, গরুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাদগিরি এবং গেলেফু। এছাড়াও যাত্রীসুবিধার জন্য দুটি বড় রেলসেতু তৈরি করা হবে। পাশাপাশি, ২৯টি প্রধান সেতু, ৬৫টি ছোট সেতু, একটি রেলব্রিজ এবং ৩৯টি রোড আন্ডারপাস নির্মাণ করা হবে। এর ফলে যাত্রাই শুধু সহজ হবে না, দুই দেশের মধ্যে বাণিজ্য এবং পর্যটনও বৃদ্ধি হবে।

আরও পড়ুন বেড়ানোর আনন্দ যেন মাটি না হয়, মহিলারা সোলো ট্রাভেলে গেলে মাথায় রাখুন এই বিষয়গুলি

ভুটান ভারতীয় পর্যটকদের কাছে বরাবরই জনপ্রিয়। বিশেষ করে হানিমুন ডেস্টিনেশন হিসাবে। বর্তমানে ভারতীয়রা বিনা ভিসা-পাসপোর্টেই ভুটানে যেতে পারেন। গাড়িতে গেলে ফুন্টসেলিং সীমান্তে পারমিট নিতে হয়। ভুটান রেলপথে জুড়ে গেলে আরও সহজে সেখানে পৌঁছতে পারবেন ভ্রমণপিপাসুরা। এত সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী এবং তীর্থযাত্রীদেরও ফায়দা হবে।

প্রসঙ্গত, ভুটান যাওয়ার জন্য ভারতীয়দের ভরসা মূলত সড়কপথ। যেখানে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের জয়গাঁও হয়ে ফুন্টসেলিং পৌঁছনো যায়। সেখান থেকে গাড়িতে ভুটানের রাজধানী থিম্পু যাওয়া যায়। অথবা বিমানে থিম্পু এবং পারো শহরে যাওয়া যায়। এবার রেলপথে ভুটান জুড়লে বেড়াতে যেতে আরও সুবিধা হবে। 

India travel tips tourism Indian Railways Bhutan travel