ঘুরতে ভালোবাসেন ভারতীয়রা। ইদানিং তাতে বাধা হয়ে দাড়াচ্ছে অফিসের অতিরিক্ত চাপ। পরিকল্পনা মাফিক ট্রিপও চলে যাচ্ছে বাতিলের খাতায়। যার জন্য কাঠগড়ায় অফিস। এ বিষয়ে দক্ষিণ কোরিয়া ও হংকং এর পাশাপাশি একই সারিতে নাম উঠে এসেছে ভারতের। সদ্য ১৯ টি দেশের মধ্যে সমীক্ষা করেছে Expedia Vacation Deprivation। তাতে দেখা গেছে, বছরে একবার কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার রীতি রেওয়াজ রয়েছে ভারতে। কাজের ফাঁকে অবশিষ্ট ছুটিকে কাজে লাগিয়ে এককালীন ঘুরতে যাওয়ার প্রবণতা রয়েছে ভারতীয়দের মধ্যে। কিন্তু তাতেও কাঁটা হয়েছে অফিস, এমনটাই উঠে এসেছে সমীক্ষায়।
সমীক্ষা বলছে, প্রায় ৩৫ শতাংশ ভারতীয় সারা বছরের ছুটি জমিয়ে রাখেন ঘুরতে যাওয়ার জন্য। বছরের কোনো একটা সময় ঐ লম্বা ছুটি নিয়ে পাড়ি দেন মনপসন্দ গন্তব্যের উদ্দেশ্যে। পাশাপাশি ৫৩ শতাংশ ভারতীয় বছরের মাঝে খুচরো ছুটি নিয়ে ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েন।
আরও পড়ুন: আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কী, বলবে আপনার হাতের লেখাই
তবে এ বছর এই ছবিটা একটু বদলে গেছে। প্রায় ৬৮ শতাংশ মানুষ কাজের জন্য বাতিল করেছেন ঘুরতে যাওয়ার প্ল্যান। এই সমীক্ষাটি করার মূল কারণই হল, কেন ভারতীয়রা বাতিল করছেন তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান, সেটা জানা। কী এমন ঘটছে তাঁদের জীবনে, যার জন্য ভালো থাকার রসদটাকে দূরে ঠেলতে বাধ্য হচ্ছেন তাঁরা? বর্তমানে কোম্পানি থেকেই দেওয়া প্রাপ্য ছুটিও নিতে ব্যর্থ হচ্ছেন ভারতীয়রা। জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের পর ট্রিপ বাতিলে নাম লিখিয়েছে এই দেশ।
সমীক্ষায় দেখা গেছে, ভারতে প্রায় ৭৮ শতাংশ ভারতীয় বস ঘুরতে যাওয়ার পক্ষে। কিন্তু প্রায় ৩২ শতাংশ মানুষ ঘুরতে গিয়েও অফিসের জ্বালায় কাজের মধ্যেই থাকেন। বাকি অনেকে আবার পিছুটান নিয়ে পছন্দই করেন না ঘুরতে যাওয়া। কাজেই তাঁরা বিষয়টি নিয়ে মাথাই ঘামান না আর। ১৯ টি দেশের ১১,১৪৪ জন উত্তরদাতা নিয়ে এই সমীক্ষাটি করা হয়।
Read the full story in English