Advertisment

International Men's Day 2024: আন্তর্জাতিক পুরুষ দিবসে পছন্দের মানুষকে দিন নজরকাড়া উপহার, ঝটপট দেখুন তালিকা

International Men's Day 2024: ভারত সহ ৬০ টির বেশি দেশে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করা হয়। এই দিনটিকে বিশেষ করে তুলতে আপনি আপনার বাবা, ভাই, ছেলে বা স্বামীকে কিছু সুন্দর উপহার দেওয়ার প্ল্যানিং করতে পারেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
International Men's Day

আন্তর্জাতিক পুরুষ দিবসে পছন্দের মানুষকে দিন নজরকাড়া উপহার, ঝটপট দেখুন তালিকা

International Men's Day 2024:  প্রত্যেক মহিলার'ই থাকেন এক স্বপ্নের পুরুষ। তা হতে পারে তার বাবা, দাদা, ভাই, প্রেমিক বা স্বামী। পুরুষদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর, ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস হিসাবে পালন করা হয়। বিশ্বজুড়ে অনেক মহিলা বিশেষ এই দিনে তাদের জীবনের 'বিশেষ' পুরুষটিকে অনন্য এবং ইউনিক উপহার দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেন। আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপনের প্রস্তাবটি প্রথম ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে আনা হয়। অবশেষে ১৯৯৯ সালে এই দিনটি উদযাপন শুরু হয়। 

Advertisment


ভারত সহ ৬০ টির বেশি দেশে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করা হয়। এই দিনটিকে বিশেষ করে তুলতে আপনি আপনার বাবা, ভাই, ছেলে বা স্বামীকে কিছু সুন্দর উপহার দেওয়ার প্ল্যানিং করতে পারেন। আন্তর্জাতিক পুরুষ দিবসে আপনার স্বামী, ভাই, বাবা বা বন্ধুকে যদি একটি সুন্দর উপহার দেওয়ার কথা চিন্তা করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনে রইল আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে সেরা কিছু গিফট আইডিয়া।  

 পারফিউম বা ডিও

এটি এমন একটি উপহার যা সব পুরুষই দারুণ পছন্দ করেন। আপনি বাজারে পারফিউম বা ডিও এর অনেক অপশন পাবেন।  আপনি আপনার বাজেট অনুযায়ী ডিও বা পারফিউম বেছে নিতে পারেন।

ল্যাপটপ ব্যাগ বা ব্যাকপ্যাক

আপনি আপনার পছন্দের পুরুষটিকে ল্যাপটপ বা ব্যাকপ্যাক উপহার হিসাবে দিতে পারেন। যা তাদের অফিস বা অন্যান্য কাজের জন্য খুবই দরকারি। ল্যাপটপ ছাড়াও ব্যাগে আরও অনেক প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন।

 
ফ্লাস্ক সেট

সব পুরুষদেরই  চা এবং কফির প্রতি এক অদ্ভুত ভালবাসা থাকে। আপনি আপনার প্রিয় পুরুষটিকে  একটি ফ্লাস্ক সেটও উপহার দিতে পারেন। শীতকালে বারবার ঘুম থেকে উঠে চা বানানোটা বড় কাজ। এমন পরিস্থিতিতে ফ্লাস্ক সেট উপহার দিয়ে বার বার চা-কফি বানানোর ঝামেলা থেকে মুক্ত থাকুন। 

বেল্ট এবং ওয়ালেট

বেল্ট এবং ওয়ালেট দারুণ গিফট আইডিয়া। পছন্দের পুরুষদের তাদের বিশেষ এই দিনে মানিব্যাগ বা বেল্ট উপহার হিসাবে দিতে পারেন। 
 
গ্যাজেট

গ্যাজেট পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। হ্যাঁ, বাবা বা অন্য কোনো বয়স্ক ব্যক্তির তেমন আগ্রহ নাও থাকতে পারে। তবে, আপনি তাদের সারেগামা ক্যারাভান বা আলেক্সাও দিতে পারেন। এছাড়াও আপনি আপনার স্বামী, প্রেমিক, অথবা সন্তানকে হেডফোন, ইয়ারবাড, স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ স্পিকার উপহার দিতে পারেন।

lifestyle
Advertisment