যোগা সপ্তাহ পালন হৃষিকেশের আধ্যাত্মিক পরিবেশে

মনে করা হয়, এই সাতদিন ঋষিকেশে আধ্যাতিক পরিবেশ তৈরি হয়। যা শরীর মন ও আত্মাকে শান্ত করে ও সুস্থ করে তোলে বলে মনে করা হয়।

মনে করা হয়, এই সাতদিন ঋষিকেশে আধ্যাতিক পরিবেশ তৈরি হয়। যা শরীর মন ও আত্মাকে শান্ত করে ও সুস্থ করে তোলে বলে মনে করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যোগার জন্ম হৃষিকেশে, তাই সেখানেই আয়োজিত হয় সাত দিনের যোগানুষ্ঠান। এবছরও তার ব্যতিক্রম হয়নি। দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিতে আসেন আন্তর্জাতিক যোগানুষ্ঠানে।

Advertisment

এবছর করোনা ভাইরাসের জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে অনুষ্ঠান কেন্দ্রে। হৃষিকেশে গঙ্গা নদীর তীরে আয়োজন করা হয়েছে। টানা সাতদিন ধরে চলবে যোগা অনুষ্ঠান। চিন থেকে কেউ এই অনুষ্ঠানে যোগ দিতে এলে তার শারীরিক পরীক্ষা করা হবে। এছাড়া, সদ্য কেউ যদি চিন ঘুরে আসে কম করে তা যেন ১৪ দিন অতিক্রম করে। এরপরও, সেখানে প্রবেশ করার আগে শারীরিক পরীক্ষা করা হবে।

Advertisment

১মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে আন্তর্জাতিক যোগানুষ্ঠান। গঙ্গা নদীর তীরে পারমারথ নিকেতন আশ্রম থেকেই এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যোগ ব্যায়ামের উদযাপন করা হয়। মনে করা হয়, এই সাতদিন হৃষিকেশে আধ্যাতিক পরিবেশ তৈরি হয়। যা শরীর মন ও আত্মাকে শান্ত করে ও সুস্থ করে তোলে বলে মনে করা হয়।

International Yoga Week