Advertisment

ব্রণ ফাটিয়ে ফেলা উচিত নাকি নয়? জানুন বিশেষজ্ঞের মতামত

অযথা ব্রণ খুঁটবেন না, তাহলেই মুশকিল

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
NULL

প্রতীকী ছবি

ব্রণ হওয়ার কোনও সময় নেই। বরং মুখের বিশেষ একটি জায়গা তেই এটি হতে থাকে। কারওর কারওর আবার একটি জায়গায় একটাই বড় ব্রণ পিম্পলের আকার নেয়। তখন কিন্তু বেশ সাবধানে থাকা উচিত। অনেকেই এমন আছেন পিম্পল দেখলেই সেটিকে ফাটিয়ে ফেলতে চান অথবা খুঁটে দেন, এটি আদৌ ঠিক? জানাচ্ছেন বিশেষজ্ঞ গীতিকা গুপ্তা। 

Advertisment

তিনি বলছেন একবার ব্রণ ফাটিয়ে ফেললেই যে বন্ধ হয়ে যাবে কিংবা আবার নতুন করে ফিরে আসবে না সেটি কিন্তু একেবারেই নয়। বরং, এর থেকে ইনফেকশন হতে পারে। যে কশ বের হয় সেটি ছড়িয়ে পরে আরো বেশি মাত্রায় নতুন ব্রণ দেখা দিতে পারে আবার অনেক সময় গাল ফুলে গিয়ে অত্যন্ত ব্যথা যন্ত্রণা অনুভূত হতে পারে। 

তিনি আরও বলছেন ব্রণ ফাটিয়ে ফেললে কিন্তু অনেক সময় মানসিক চাপ বাড়তে দেখা যায়। শরীরের প্রদাহ মাত্রা বাড়তে থাকে, এবং এর থেকেই নতুন সূত্রপাত স্কিনের ওপর হতে পারে। একবার ব্রণ ফাটালে সঙ্গে সঙ্গে সেই থেকে শুরু হতে পারে, গোটা জায়গা জুড়ে লাল ব্রণর আভা এবং সেই থেকে অ্যালার্জি জাতীয় সমস্যা। সুতরাং খেয়াল রাখতে হবে দেখতে বিরক্ত লাগছে মানেই এটি হবে সেটা কিন্তু ঠিক নয়। দেখতে ছোট হলেও এটি আইসবার্গের মত, ভেতরে অনেক পুঁজ, রক্ত, থাকতে পারে যেটি ত্বকের পক্ষে ঠিক নয়। 

একান্তই যদি ফাটাতে হয় ব্রণ তাহলে কী করবেন? 

প্রথম কথা বাড়িতে বড় সাইজের ব্রণ একেবারেই ফাটাবেন না। অনেকের ক্ষেত্রেই পরবর্তীতে রক্ত বন্ধ হতে চায়না, তাই সেই বিষয়টিকে মাথায় রাখবেন। এটিকে সুস্থ পরিবেশে যেখানে বাতাসে ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে না ঠিক সেখানে নানা পদ্ধতি প্রয়োগ করে চিকিৎসা করা সম্ভব। কি কি পদ্ধতি রয়েছে? আপনার ব্রণর সাইজ অনুযায়ী ককটেল পিল, ফটোফেশিয়াল, কার্বন ফেসিয়াল কিংবা ডার্মা ফ্রাক এগুলি করা যেতে পারে। 

এগুলির মাধ্যমে যদি ব্রণর ট্রিটমেন্ট করেন তবে অবশ্যই এর হাত থেকে মুক্তি যেমন পাবেন তেমনই স্কিনের জ্বলুনি ভাব, নতুন ব্রণর উৎপত্তি এগুলি থেকে রেহাই পাবেন। যখন ইচ্ছে হবে তখনই নখ কিংবা ধারালো কিছু দিয়ে ব্রণ ফাটিয়ে দেবেন না। ক্রিম অথবা ময়েশ্চার জাতীয় কিছু লাগাবেন না, বিশেষ করে যদি ফাটিয়ে ফেলেন স্যাভলন লাগাবেন অবশ্যই। ইনফেকশন এর হাত থেকে বাঁচাতে হবে। 

acne popping medicine
Advertisment