Advertisment

Day and Colors: সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক শুভ? ঝটপট জেনে মানতে পারেন আজ থেকেই!

Lucky Colors: সপ্তাহের প্রতিটি দিনই বিভিন্ন দেব-দেবীর উদ্দেশ্যে নিবেদিত বলে শাস্ত্র মতে ধরা হয়ে থাকে। এই দেব-দেবীদের পছন্দের কিছু রঙ আছে। সপ্তাহের সাত দিন ঘুরিয়ে ফিরিয়ে সেই রঙের পোশাকগুলি পরলে জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আসতে পারে বলে ধারণা করা হয়ে থাকে। যদিও এই প্রতিবেদনের বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই। শুধুমাত্র জ্যোতিষ ও শাস্ত্রের পরামর্শ অনুযায়ী বিশেষ এই প্রতিবেদনটি লেখা হয়েছে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
It is considered auspicious to wear which color clothes according to the day, সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক শুভ

Lucky Colors: প্রতীকী ছবি।

Day and Colors: সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনও না কোনও দেবতার উদ্দেশ্যে নিবেদিত। এই দেবতাদেরও নিজেদের পছন্দের রং রয়েছে। সপ্তাহের প্রতিটি দিনই রং বেচে পোশাক পরলে তা শুভ বলে বিবেচিত হয়। বৈদিক জ্যোতিষ আরও বলছে, সপ্তাহের সাত দিন আপনি যদি ঘুরিয়ে-ফিরিয়ে নির্দিষ্ট কিছু রঙের পোশাক পরেন তবে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে।

Advertisment

সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ বলে ধরা হয়?

সোমবার

সপ্তাহের প্রথম দিন সোমবার। এই দিনটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। শাস্ত্র বলছে, সোমবার পুরুষ এবং মহিলা উভয়ই হালকা রঙের পোশাক পরতে পারেন। সেক্ষেত্রে সাদা, হালকা গোলাপি কিংবা হালকা হলুদ রঙের পোশাক পরতে পারেন।

মঙ্গলবার

মঙ্গলবার হল বজরংবলীর দিন। এই দিন উজ্জ্বল রঙের পোশাক পরলে তা শুভ বলে ধরা হয়। অর্থাৎ এই দিনে আপনি লাল, কমলা, গেরুয়া রহের পোশাক পরে বাড়ি থেকে বের হন। তাহলেই এই দিনে শুভ কোনও বার্তা জীবনে আসতে পারে।

বুধবার

শাস্ত্র মতে বুধবার হল গণেশ ঠাকুরের দিন। বুধবার সবুজ রঙের পোশাক পরলে তা শুভ বলে বিবেচিত হয়।

বৃহস্পতিবার

বৃহস্পতিবার শ্রী বিষ্ণুর দিন। বৃহস্পতিবার হলুদ অথবা সবুজ রঙের পোশাক পরা যেতে পারে। এই দিনটিতে সবুজ পোশাক পরলে জীবনে সমৃদ্ধি বয়ে আনবে বলে ধরা হয়।

আরও পড়ুন- Electricity Bill: হঠাৎ করে বিদ্যুতের বিল বেশি এসেছে? দুচিন্তা ছাড়ুন! সহজ এই কাজেই পান মুক্তি

শুক্রবার

শাস্ত্র বলছে শুক্রবার লাল রঙের পোশাক পরলে অনেক বাধা-বিপত্তি কেটে যেতে পারে। মেরুন কিংবা নীল রঙের পোশাকও এই দিনে শুভ সময় বয়ে আনতে পারে। তাই পুরুষ কিংবা মহিলা, উভয়ই এই দিনটিতে এই রহের পোশাক পরলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে পারে।

আরও পড়ুন- Rice & Roti Dinner: রুটি না ভাত? বেশি দিন সুস্থ শরীরে বাঁচতে প্রতি রাতে কোনটা খাবেন?

শনিবার

এই দিনটি শনিদেবের দিন। আর এই শনিদেবের পছন্দের রং হলো কালো কিংবা ঘন নীল রং। সেই কারণেই শনিবার দিন বাড়ি থেকে বেরোনোর আগে আপনি কালো কিংবা ঘন নীল রঙের পোশাক পরতে পারেন। তাহলে যে কাজে যাবেন সে কাজ সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।

আরও পড়ুন- Sleep Time: গুজবে কান নয়! কোন বয়সে কতক্ষণ ঘুম দরকার? সঠিক তথ্য জানুন

রবিবার

রবিবার দিনটি সূর্য দেবতার দিন। সূর্যের প্রিয় রং লাল। তাই রবিবার বাড়ির বাইরে বেরোলে আপনি লাল রঙের পোশাক পরে বেরোতে পারেন। লাল রঙের পোশাক না থাকলে সোনালী রঙের পোশাকও করতে পারেন। এতে সাফল্য আসার সম্ভাবনা থাকবে।

আরও পড়ুন- UPI Payments: PhonePe, Google Pay থেকে ভুল ব্যক্তিকে টাকা পাঠিয়েছেন? টাকা ফেরতের সহজ উপায় জানুন

colours Day and Colors Lucky Colors
Advertisment