কখন জন্মাষ্টমী পালিত হবে এবছর? পঞ্জিকা অনুযায়ী কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এ বছর ১২ তারিখ জন্মাষ্টমী পালিত হচ্ছে।
পঞ্জিকা মতে ১১ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিট থেকে শুরু করে ১২ আগস্ট সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত জন্মাষ্টমী তিথি থাকবে। এরপর ১৩ অগস্ট ভোর ৩টা ২৭ মিনিট থেকে শুরু করে ১৪ অগস্ট সকাল ৫টা ২২ মিনিট পর্যন্ত পালন করা যাবে। ১২ অগস্টের মুহূর্তকেই শুভ বলা হয়েছে পঞ্জিকায়।
Krishna Janmashtami 2020 Pooja timing, Date in India:
কৃষ্ণের জন্মকাহিনি নিয়ে জানার আগ্রহের শেষ নেই। হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ। মহাভারত থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী সর্বত্রে বিচরণ কৃষ্ণের।
শুধু এক পদ দিয়ে রাতের খাবার খেয়ে ভক্তেরা জন্মাষ্টমীর দিন উপবাস রাখেন ও সংকল্প করেন। উপবাসের সময় কোনও খাবার খাওয়ার নিয়ম নেই। সারা দিন ফলার খেয়ে অষ্টমী তিথি শেষ হওয়ার পর তাঁরা উপোস ভাঙেন।