Advertisment

Prosenjit Chatterjee Insta photo: জন্মাষ্টমীতে সোশাল পোস্টে শোরগোল তুললেন প্রসেনজিত চট্টোপাধ্যায়

Prosenjit Chatterjee Janmashtami Insta photo: হইচই পড়ে গিয়েছে একটা ছবিতে। হাতে দুধবালা, বাঁশি, মাথায় ময়ূরের পালক - খুদে পোজ দিয়েছে ক্যামেরার সামনে। জন্মাষ্টমী বলে কথা, এ আর এমন কী। তবে ছবিটা শেয়ার করেছেন স্বয়ং 'ইন্ডাষ্ট্রি'. শোরগোলটা সেখানেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিজের ছোট বেলার কৃষ্ণ সাজের ছবি পোস্ট করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়।

Krishna janmashtami 2018: ইনস্টাগ্রামে হইচই পড়ে গিয়েছে একটা ছবিতে। হাতে দুধবালা, বাঁশি, মাথায় ময়ূরের পালক, - খুদে পোজ দিয়েছে ক্যামেরার সামনে। সে তো দিতেই পারে জন্মাষ্টমী বলে কথা, এ আর এমন কী। তবে ছবিটা শেয়ার করেছেন স্বয়ং 'ইন্ডাষ্ট্রি', আর শোরগোলটা সেখানেই। তাও আবার নিজের ছোট বেলার কৃষ্ণ সাজের ছবি পোস্ট করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। আর তাই নিয়েই তোলপাড় ইনস্টাগ্রাম। নিজেই ছবি শেয়ার করে লিখেছেন, হ্যাপি জন্মাষ্টমী। বলাই বাহুল্য এই ছবি যে ট্রেন্ড করবে সে তো স্বাভাবিক।

Advertisment

প্রসঙ্গত, কৃষ্ণের জন্মদিন পালন করার উৎসবই হল জন্মাষ্টমী। বিশ্বাস করা হয় যে, ৫,০০০ বছরেরও আগে জন্মগ্রহন করেন।ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। মহাভারতে কৃষ্ণের উল্লেখ পাওয়া যায়, এমনকি তাঁকে ঘিরে বিভিন্ন গল্পকথাও রয়েছে সেখানে। কথিত আছে, দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হয়ে যাদবকূলে জন্ম নেন কৃষ্ণ।তবে কৃষ্ণর জন্ম ভাল চোখে দেখেননি মামা কংস। তার কারণ নারদ মুনি কংসকে বলেছিলেন, দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান তাঁকে বধ করবে। সে কারণেই কংস কৃষ্ণকে মারতে চেয়েছিলেন, এবং তাঁর হাত থেকে বাঁচাতে বাসুদেব কৃষ্ণকে গোকুলে পাঠান, সেখানেই নন্দ ও যশোদার পুত্র হিসাবে বড় হন কৃষ্ণ। পুরাণ কথা অনুযায়ী, অত্যাচারী রাজা কংস অনেকবার পরিকল্পনা করেন কৃষ্ণকে মারার। সেখান থেকে নিজেকে রক্ষা করে অবশেষে কৃষ্ণর হাতেই মৃত্যু হয় কংসর।

publive-image

জন্মাষ্টমী উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত হয় দইয়ের হাঁড়ি ভাঙার প্রতিযোগীতা

এই অনুষ্ঠান উপলক্ষ্যে মুম্বইয়ে আয়োজিত হয় দইয়ের হাঁড়ি ভাঙার প্রতিযোগীতা। তবে ছোট খাট নয়, বেশ জাকঁজমক করেই পালিত হয় জন্মাষ্টমী। তিন হাজারের বেশি মন্ডল তৈরি হয় এই অনুষ্ঠানের জন্য। যেখানে উপস্থিত থাকেন শাহরুখ খান থেকে রণবীর সিং প্রত্যেকে। দেখা যায় অক্ষয় কুমার, হৃতিক রোশনের মত বলিউড তারকাদের। মহারাষ্ট্র সরকারও জারি করে বিভিন্ন নিয়ম, হাঁড়ির উচ্চতা, প্রতিযোগীদের বয়স থেকে সেফটি হেলমেট, চেস্ট গার্ড, নিদান থাকে সব কিছুর। বিপদ এড়াতেই তৈরি করা হয়েছে এই নিয়মগুলো।

তবে হিন্দি সিনেমার গানের সঙ্গে কিন্তু জন্মাষ্টমীর কোনওরকম যোগসাজস নেই। শুধুমাত্র উত্তেজনার পারদ চড়াতেই ব্যবহার করা হয় এই সব  গান। বাইরে বহু মানুষ আসেন মুম্বইয়ের এই ফেস্টিভ্যাল দেখতে।

prosenjit chatterjee
Advertisment