Advertisment

Same-Sex Marriage: ঐতিহাসিক রায়! সমকামী বিবাহের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের বন্ধু দেশের আদালতের

Landmark Judgment: সমকামী বিবাহের ওপর সেদেশের নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক ঘোষণা করল। একটি আপিলের পর আদালত এই রায় দিয়েছে। আপিলের আগে এই মামলায় আদালত নিষেধাজ্ঞা জারির পক্ষেই সায় দিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Birbhum siuri karidhya same sex marriage ceremony goes viral in social media

Same sex marriage: জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে জাপান বাদে সব দেশই সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে। (ফাইল ছবি)

Japan high Court Lifts Ban On Same-Sex Marriage: একটি যুগান্তকারী সিদ্ধান্তে, জাপানের সাপোরোতে হাইকোর্ট সমকামী বিবাহের ওপর সেদেশের নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক ঘোষণা করল। একটি আপিলের পর আদালত এই রায় দিয়েছে। আপিলের আগে এই মামলায় আদালত নিষেধাজ্ঞা জারির পক্ষেই সায় দিয়েছিল। সেই হিসেবে আপিল আদালতের ভিন্ন রায়, জাপানের বিচার বিভাগের মধ্যে একটি গভীর-বিভাজন স্পষ্ট করে দিল। এমনটাই জানিয়েছে, সংবাদসংস্থা রয়টার্স।

Advertisment

বিশ্বের শক্তিশালী দেশগুলোর সংগঠন গ্রুপ অফ সেভেন (জি৭)-এ জাপানই একমাত্র দেশ, যে সমকামী বিবাহের পক্ষে সায় দিয়েছে। আর, জাপানের ৭০% জনগণের সমকামী বিবাহের পক্ষে মত রয়েছে। কিন্তু, সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তাঁর নেতৃত্বাধীন শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সমকামী বিবাহের প্রতি বিরোধিতার অবস্থান বজায় রেখেছে।

যদি সমকামী বিবাহ বেআইনি হয়, তবে জাপানের বিপরীতকামী বিবাহ আইনও বেআইনি। না-হলে বিষয়টা বৈষম্যমূলক। পর্যবেক্ষণে এমনটাই মনে করেছে জাপানের সাপোরো হাইকোর্ট। যে পর্যবেক্ষণ কার্যত জাপানের বর্তমান আইনকেই চ্যালেঞ্জ জানিয়েছে। অবশ্য পর্যবেক্ষণে বর্তমান আইনের বিরোধিতা করলেও সাপোরো হাইকোর্ট, আবেদনকারীর সরকারি ক্ষতিপূরণের দাবি মঞ্জুর করেনি। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, আদালত শুধু বলেছে যে, 'সমকামী বিবাহ আইন প্রণয়ন করা অসুবিধাজনক বা এতে বিরাট কোনও ক্ষতি হবে বলে মনে হয় না।'

এই পরিস্থিতিতে বাদীর আইনজীবী সুনামোরি ফুমিয়াসু একটি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে, বর্তমান আইনের সাংবিধানিক লঙ্ঘনের বিষয়ে স্পষ্টীকরণের তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন। এই পরিস্থিতিতে জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, সরকার গোটা বিষয়টিতে আদালতের সিদ্ধান্তগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জাপান সরকারের একাংশের বক্তব্য, বিতর্কিত ইস্যুটি বুঝিয়ে দিয়েছে, সমকামী বিবাহ নিয়ে আদালতে বিরোধ আছে। রায়েই তা স্পষ্ট। কিছু জেলা আদালত সমকামী বিবাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে সাংবিধানিক বলছে। আবার টোকিও জেলা আদালত সমকামী বিবাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে জানিয়েছে।

আরও পড়ুন- সমকামী বিয়ে বৈধ হওয়ার পথে! তালিকায় আরও এক দেশ

তবে, রায়গুলি একটা বিষয় নিশ্চিত করেছে যে, সমকামী বিবাহের ওপর নিষেধাজ্ঞা নাগরিকদের অধিকারকে সীমাবদ্ধ করেছে। পাশাপাশি, আদালত এটাও নিশ্চিত যে, সমকামী সংগঠনগুলোকে বৈধতা দিতে আইনি পদক্ষেপের প্রয়োজন। এই রায়ে সমকামী বিবাহের সমর্থকরা রীতিমতো উচ্ছ্বসিত। সংবাদ সংস্থা রয়টার্সকে এমনই এক সমকামী বিবাহের সমর্থক বলেছেন, 'আমি ভেবেছিলাম, রায় বিরুদ্ধে যাবে। কিন্তু, এই রায় যে আমাদের এতটা সমর্থক করবে, ভাবতেও পারিনি।'

Japan India Same Sex marriage
Advertisment