/indian-express-bangla/media/media_files/2025/09/30/jhandi-offbeat-destination-1-2025-09-30-03-49-24.jpg)
Offbeat Destination: উত্তরবঙ্গের ঝান্ডি।
/indian-express-bangla/media/media_files/2025/09/30/jhandi-offbeat-destination-2-2025-09-30-03-49-43.jpg)
ঝান্ডি: উত্তরবঙ্গের শান্ত অফবিট গন্তব্য
Travel Guide: উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার কথা বললেই বেশিরভাগ বোঝেন দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াঙের নাম। তবে, পাহাড়ের নিরিবিলি পরিবেশে ভ্রমণ করতে চাইলে এর বাইরেও ট্যুরিস্ট স্পট রয়েছে। যেমন ঝান্ডি, অফবিট গন্তব্য হিসেবে অসাধারণ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় এই ছোট্ট পাহাড়ি গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কিচিরমিচির আর স্থানীয় বাসিন্দাদের আতিথেয়তার জন্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/30/jhandi-offbeat-destination-3-2025-09-30-03-51-05.jpg)
হোম স্টে-র অভিজ্ঞতা
ঝান্ডিতে বেশিরভাগ পর্যটক থাকেন স্থানীয় হোমস্টেতে। এখানে আপনি পাবেন পারিবারিক উষ্ণতা, বাড়ির মত যত্ন এবং পাহাড়ি রান্নার স্বাদ। রুটি-তরকারি থেকে শুরু করে পাহাড়ি খাবার আর দেশি মুরগির ঝোল—সবকিছুই মন ছুঁয়ে যেতে বাধ্য। শহরের কোলাহল থেকে দূরে এই ধরনের আতিথেয়তা ভ্রমণকে এক অন্য মাত্রা দেয়।
/indian-express-bangla/media/media_files/2025/09/30/jhandi-offbeat-destination-4-2025-09-30-03-52-30.jpg)
ঝান্ডিদারা ভিউ পয়েন্ট ও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য
ঝান্ডির প্রধান আকর্ষণ হল ঝান্ডিদারা ভিউ পয়েন্ট। এখান থেকে ভোরবেলায় সূর্যের আলো ঝলমল করা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এককথায় অপূর্ব। সন্ধ্যায় পাহাড়ের কোলে সূর্যাস্তের দৃশ্যও সমান সুন্দর। পাখির ডাক, ঠাণ্ডা বাতাস আর পাহাড়ি আবহে এই ভিউ পয়েন্টে কাটানো সময় ভ্রমণের আসল আনন্দ এনে দেয়।
/indian-express-bangla/media/media_files/2025/09/30/jhandi-offbeat-destination-5-2025-09-30-03-53-27.jpg)
পাখি দেখা ও প্রাকৃতিক বৈচিত্র্য
ঝান্ডি মূলত পাখিপ্রেমীদের স্বর্গরাজ্য। এখানে বিভিন্ন প্রজাতির নাম-না-জানা পাখি দেখা যায়। বনভূমিতে হাঁটতে হাঁটতে হঠাৎ রঙিন পাখির দেখা মিলবে, যা আপনার ক্যামেরায় বন্দি করতে চাইবেন। এছাড়া এখানে শাল, পাইন-সহ নানা ধরনের গাছপালা এবং ছোট প্রাণী আছে। যা ঝান্ডিকে করে তুলেছে আরও বিশেষ।
/indian-express-bangla/media/media_files/2025/09/30/jhandi-offbeat-destination-6-2025-09-30-03-54-14.jpg)
ঝান্ডিতে পৌঁছনোর উপায়
নিকটতম রেলস্টেশন: নিউ জলপাইগুড়ি (NJP)। নিকটতম বিমানবন্দর: বাগডোগরা এয়ারপোর্ট। NJP বা বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে সহজেই ঝান্ডি পৌঁছনো যায়। কালিম্পং শহর থেকেও ঝান্ডি মাত্র কয়েক ঘণ্টার পথ।
/indian-express-bangla/media/media_files/2025/09/30/jhandi-offbeat-destination-7-2025-09-30-03-55-10.jpg)
ঝান্ডিতে করণীয়
ঝান্ডিদারা ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা। স্থানীয় গ্রাম ঘুরে দেখা এবং পাহাড়ি খাবারের স্বাদ নেওয়া। বনের মধ্যে হাঁটাহাঁটি ও পাখি দেখা। কাছাকাছি কালিম্পং বা লাভা ভ্রমণ। ঝান্ডিতে মূলত হোমস্টেই পাওয়া যায়। দাম তুলনামূলক কম এবং খাবার-থাকার ব্যবস্থা একসাথে থাকে।
/indian-express-bangla/media/media_files/2025/09/30/jhandi-offbeat-destination-8-2025-09-30-03-56-33.jpg)
কাদের জন্য পারফেক্ট?
যাঁরা নিরিবিলি আর পরিবারমুখী অভিজ্ঞতা চান, তাঁদের জন্য ঝান্ডির হোমস্টে পারফেক্ট। শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ আর স্থানীয় আতিথেয়তা—সবকিছু মিলিয়ে ঝান্ডি অফবিট ডেস্টিনেশন (Jhandi Offbeat Destination) উত্তরবঙ্গের অন্যতম সেরা ভ্রমণস্থল হয়ে উঠছে। যাঁরা ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলি বেড়ানোর জায়গা খুঁজছেন, তাঁদের জন্য ঝান্ডি একটি আদর্শ জায়গা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us