পাতলা ছিপছিপে কোমর বানাতে দেখুন কঙ্গনার ইনস্টাগ্রাম পোস্ট

কোমরে দড়ির সঙ্গে নিজেকে বেঁধে শরীর চর্চা করছেন কঙ্গনা রনওয়াত। পোলের সঙ্গে বেঁধে নিজেকে তাঁর বিপরীতে টানছেন তিনি।

কোমরে দড়ির সঙ্গে নিজেকে বেঁধে শরীর চর্চা করছেন কঙ্গনা রনওয়াত। পোলের সঙ্গে বেঁধে নিজেকে তাঁর বিপরীতে টানছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Capture

পোলের সঙ্গে বেঁধে নিজেকে তাঁর বিপরীতে টানছেন তিনি।

বলিপাড়ার সকলেরই দ্য পিলাটেস স্টুডিওর প্রতি একটা দুর্বলতা রয়েছে। হামেশাই ওই জিমে শরীরের কাঠামো বদলাতে এবং ঘাম ঝরাতে যান তাঁরা। এবার একজন ট্রেনারের সঙ্গে ওই জিমে দেখা গেল কঙ্গনা রানাওয়াতকে। ব্যান্ড ওয়াগনের ওপর রীতিমত লম্ফঝম্প করেছেন বলিউড কুইন। রোজ সকালে এরকম ওয়ার্মআপেই ব্যস্ত থাকেন কঙ্গনা। তাঁর ট্রেনার নর্মতা পুরোহিতের সঙ্গে ওয়ার্কআউটের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম পেজে ।

Advertisment

কোমরে দড়ি বেঁধে শরীর চর্চা করছেন কঙ্গনা। পোলের সঙ্গে বেঁধে নিজেকে তাঁর বিপরীতে টানছেন তিনি। এতে শরীরের বাড়তি মেদ ঝরে যায়, সঙ্গে পাওয়া যায় পাতলা ছিপছিপে কোমরও। দেখে নিন তারই ভিডিও।

Advertisment

অভিনেত্রী বর্তমানে ভীষন ব্যস্ত মনিকর্ণিকার পোস্ট প্রোডাকশনে। ২৫ জানুয়ারী ২০১৯-তে মুক্তি পাবে মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি। এছাড়াও বলিউড কুইনের ঝুলিতে রয়েছে অশ্বিনী আইয়ারের ছবি পাঙ্গা আর অনুরাগ বসুর রোম্পান্টিক ড্রামা ইমালি। পাঙ্গা ছবিতে কবাডি খেলোয়ারের ভুমিকায় দেখা যাবে তাকে। অর্থাত এক কথায় শরীর ফিট রাখাই হবে তাঁর প্রথম লক্ষ্য।

instagram Kangana Ranaut