Advertisment

Janmashtami 2024: জন্মাষ্টমীতে বিরল যোগ! কোন সময়ে শ্রী কৃষ্ণের আরাধনায় হাতে নাতে মিলবে ফল?

শুধু ভারতেই নয় সারা বিশ্বজুড়ে পালিত হয় বিশেষ এই উৎসব। এবছর খুব শুভ যোগ পড়েছে জন্মাষ্টমী।

author-image
IE Bangla Web Desk
New Update
Krishna Janmashtami 2024: চলতি বছরের জন্মাষ্টমী নানা দিক থেকে বিশেষ হতে চলেছে।

চলতি বছরের জন্মাষ্টমী নানা দিক থেকে বিশেষ হতে চলেছে।

Krishna Janmashtami 2024 Shubh Muhurat: হিন্দু ধর্ম অনুসারে জন্মাষ্টমী উৎসবকে অত্যন্ত বিশেষ বলেই মানা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। এই বছর শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ২৬ আগস্ট এবং ২৭ আগস্ট পালিত হবে। এবার জন্মাষ্টমী এক বিরল কাকতালীয় ঘটনার সাক্ষী থাকতে চলেছে। মন ভরে এই সময় পুজো-অর্চনা করলে পূরণ হবে মনের সব ইচ্ছা।

Advertisment

চলতি বছরের জন্মাষ্টমী নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। এই দিনে কৃষ্ণের আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূরণ হবে বলেই মানা হয়ে থাকে। শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব মহা আড়ম্বরে দেশজুড়ে পালন করা হয়। শুধু ভারতেই নয় সারা বিশ্বজুড়ে পালিত হয় বিশেষ এই উৎসব। এবছর খুব শুভ যোগ পড়েছে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিনী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবছরেও অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্র থাকবে বলেই জোতিষশাস্ত্র অনুসারে বলা হয়েছে। যা একাধারে কাকতালীয় ও বিরল।

ভাদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। এবার ভাদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ২৬ আগস্ট ভোর ৩.৪০ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ২৭ আগস্ট ভোর ২.২০ মিনিটে। জন্মাষ্টমীতেও তিথি ও যোগের বিশেষ গুরুত্ব রয়েছে। এবার জন্মাষ্টমীতে পূজার সময় ২৭ আগস্ট সকাল ১১টা ৫৯ মিনিট থেকে শুরু হবে এবং চলবে দুপুর ১২টা ৪৩ মিনিট পর্যন্ত। এবার পুজোর মোট সময়কাল হবে ৪৪ মিনিট। রোহিণী নক্ষত্র ২৬ আগস্ট বিকাল ৩: ৫৫ মিনিট থেকে শুরু হবে এবং ২৭ আগস্ট বিকাল ৩:৩৮৫ মিনিট পর্যন্ত চলবে।

Janmashtami 2024
Advertisment