Advertisment

Kiss Day 2024: প্রেম দিবসের আগে চুটিয়ে উপভোগ করে নিন চুমু দিবস, জেনে নিন চুমুর ভাষা

Happy Kiss Day 2024 Date: রোজ ডে (৭ ফেব্রুয়ারি), প্রপোজ ডে (৮ ফেব্রুয়ারি), চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি), টেডি ডে (১০ ফেব্রুয়ারি), প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি), হাগ ডে (১২ ফেব্রুয়ারি), কিস ডে (১৩ ফেব্রুয়ারি), ভ্যালেন্টাইনস ডে (১৪ ফেব্রুয়ারি)।

author-image
IE Bangla Web Desk
New Update
Kiss Day 2024, Valentine's Day Week 2024, Valentine Day Week List

Happy Kiss Day 2024: চুমুর নিজস্ব ভাষা আছে। (প্রতীকী ছবি)

Body: Happy Kiss Day 2024 Date: প্রেমে জোয়ার আনার জন্য চুমু বা কিস অতীতকাল থেকে সবচেয়ে বড় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভালোবাসার এই কায়দাকে স্বীকৃতি দিয়ে বিশ্বজুড়ে ৬ জুলাই পালিত হয় আন্তর্জাতিক চুমু দিবস। তার পাশাপাশি ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন সপ্তাহেও চুমু দিবস পালনের চল আছে। আর, সেই দিনটি হল ভ্যালেন্টাইন বা প্রেম দিবসের ঠিক আগের দিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি। এর পাশাপাশি, ব্রিটেনে ১৯৯০ সাল থেকে ২২ জুন পালিত হয়ে আসছে জাতীয় চুমু দিবস।

Advertisment

প্রেম সপ্তাহের দিনগুলো

রোজ ডে (৭ ফেব্রুয়ারি), প্রপোজ ডে (৮ ফেব্রুয়ারি), চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি), টেডি ডে (১০ ফেব্রুয়ারি), প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি), হাগ ডে (১২ ফেব্রুয়ারি), কিস ডে (১৩ ফেব্রুয়ারি), ভ্যালেন্টাইনস ডে (১৪ ফেব্রুয়ারি)।

চুমুর প্রকারভেদ (বিশেষজ্ঞরা একাংশ চুমুকে সাত ভাগে ভাগ করেছেন)

১) স্নেহ প্রদর্শনে চুমু- মা-বাবা অথবা অভিভাবক গোত্রীয়রা যে চুমু খান।

২) বয়ঃসন্ধির সময়ের চুমু- কিশোর বয়সে ভালোবাসা প্রকাশের চুমু।

৩) রোমান্স বা যৌনতার চুমু- প্রেম বা বিবাহিত জীবনের চুমু।

৪) বন্ধুত্ব প্রদর্শনে চুমু- পরস্পরের পাশে থাকা বোঝানোর চুমু।

৫) সম্মান প্রদর্শনে চুমু- গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে চুমু খাওয়া।

৬) নিজের দ্রব্যকে চুমু- নিজের অস্ত্র-সহ যে কোনও দ্রব্যকে চুমু।

৭) ধর্মীয় চুমু- ধর্মীয় উপাসনার কাজে চুমুকে ব্যবহার।

চুমুর ভাষা (বিশেষজ্ঞরা বলেন, চুমুর নিজস্ব ভাষা আছে)

১) এসকিমো কিস- চুমু খাওয়ার সময় যখন পরস্পরের নাক ঘষাঘষি করে স্নেহ প্রদর্শন করা হয়।

২) ফ্রেঞ্চ কিস- রোমান্স বা প্যাশন বোঝাতে জিভের সাহায্য নিয়ে যে চুমু খাওয়া হয়।

৩) সিঙ্গল লিপ কিস- ঠোঁটের ওপর ঠোঁট রেখে যে কিস করা হয়।

৪) ইয়ারলোব কিস- কানের কাছে অন্তরঙ্গ মুহূর্তে যে চুমু খাওয়া হয়।

৫) বাটারফ্লাই কিস- সঙ্গীকে মোহে আচ্ছন্ন করে দিতে কপালের সঙ্গে কপাল মিশিয়ে চুমু।

৬) স্পাইডারম্যান কিস- সঙ্গীর একজন ওপরে এবং অন্যজন নীচে থেকে চুমু খেলে।

৭) লঁজারি কিস- আবিষ্টভাবে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে চুমু খেলে।

৮) লিজার্ড কিস- পরস্পরের জিভের সঙ্গে জিভ নিয়ে খেলা ও চুমু।

৯) ভ্যাম্পায়ার কিস- গলায় বা ঘাড়ে চুমু এবং আলতো কামড়।

১০) এঞ্জেল কিস- চোখে বা নাকের ওপর আলতো চুমু।

আরও পড়ুন- আকাশছোঁয়া গোলাপ, প্রেমে গ্রিন সিগনাল পেতে কাঁটা উপেক্ষা করেই দেদার ঝাঁপ ভালবাসায়

marriage valentine day kiss love
Advertisment