Sehri Time & Iftar Time West Bengal, Full Schedule: বিশ্বে মুসলমান সম্প্রদায়ের জন্য রমজান একটি পবিত্র মাস। ইসলামি (চন্দ্র) ক্যালেন্ডার অনুযায়ী, রমান মাস হল নবম মাস। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর উপবাস করা হয়। তার পরে ইফতার এবং প্রার্থনা করা হয়। রমজান মাসের শেষে গোটা বিশ্বে ইদ-উল-ফিতর পালিত হয়।
রমজান ২০২৪ ক্যালেন্ডার: সেহরি এবং ইফতারের সময়কাল
রমজান মাসের সময়সীমা: ১১ মার্চ থেকে ৯ এপ্রিল, ২০২৪
সেহরির সময়সীমা: সকাল ৫টা ১৭ (১১ মার্চ) থেকে ভোর ৪টা:৪১ (৯ এপ্রিল)
রমজান ক্যালেন্ডার ২০২৪
১১ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ১৭, ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৮ থেকে
১২ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ১৬, ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৮ থেকে
১৩ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ১৫, ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৯ থেকে
১৪ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ১৪, ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৯ থেকে
১৫ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ১৩, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩০ থেকে
১৬ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ১১, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩১ থেকে
১৭ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ১০, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩১ থেকে
১৮ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ০৯, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩২ থেকে
১৯ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ০৮, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩২ থেকে
২০ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ০৭, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৩ থেকে
২১ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ০৫, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৩ থেকে
২২ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ০৪, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৪ থেকে
২৩ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ০৩, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৪ থেকে
২৪ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ০২, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৫ থেকে
২৫ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৫টা ০০, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৬ থেকে
২৬ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৫৯, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৬ থেকে
২৭ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৫৮, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৭ থেকে
২৮ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৫৭, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৭ থেকে
২৯ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৫৫, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৮ থেকে
৩০ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৫৪, ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৮ থেকে
৩১ মার্চ, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৫৩, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ থেকে
০১ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৫২, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ থেকে
০২ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৫০, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪০ থেকে
০৩ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৪৯, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪১ থেকে
০৪ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৪৮, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪১ থেকে
০৫ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৪৭, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪২ থেকে
০৬ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৪৫, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪২ থেকে
০৭ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৪৪, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪৩ থেকে
০৮ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৪৩, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪৩ থেকে
০৯ এপ্রিল, ২০২৪- সেহরির সময় সকাল ৪টা ৪১, ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪৪ থেকে
রোজার তাৎপর্য
রমজানের রোজা সহজ ব্যাপার না। এতে খাদ্য, পানীয় এবং অন্যান্য শারীরিক চাহিদা যা হতে পারে, তা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হয়। রোজা ইসলামের পাঁচটি মূলনীতির একটি। যার মাধ্যমে ব্যক্তিদের স্ব-শৃঙ্খলা, সহানুভূতি এবং জোটবদ্ধ থাকার বোধ শেখানো হয়। দাতব্য কাজ, পরিবার এবং বন্ধুদের সঙ্গে খাবার ভাগ করে খেতে শেখানো হয়। রোজা সূর্যোদয় থেকে শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চলে। সূর্যাস্তের পরে, নির্দিষ্ট সময়ের জন্য কিছু খাবার খাওয়া যেতে পারে।
আরও পড়ুন- বিজেপি সরকারের সৌজন্যে কেন্দ্র-আদিবাসী চুক্তি, ত্রিপুরায় বাঙালি দ্বিতীয় শ্রেণির নাগরিক হওয়ার পথে?
যাঁরা রোজা রাখতে পারবেন না
অসুস্থ ব্যক্তি, যাঁরা নিয়মিত ওষুধ খান, তাঁদের রোজা না-রাখায় ছাড় আছে। এক্ষেত্রে অসুস্থ ব্যক্তিদের ক্ষমা করাই রীতি। কোনও মহিলার পিরিয়ডস হলে, তিনি রোখা রাখতে পারবেন না। তবে, পিরিয়ডস শেষ হলেই তাঁকে রোজা রাখা শুরু করে দিতে হবে, এমনটাই রীতি।