/indian-express-bangla/media/media_files/2025/09/01/soft-and-glowing-skin-2-2025-09-01-19-12-12.jpg)
Glowing Skin: কোরিয়ানদের মত উজ্জ্বল ত্বক পেতে করুন এই কাজ।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/soft-and-glowing-skin-1-2025-09-01-19-12-30.jpg)
রাতারাতি উজ্জ্বল ত্বকের গোপন রহস্য- কোরিয়ান ফেস মাস্ক
Glowing Skin Care: আজকের দিনে সবাই চায় উজ্জ্বল, নরম এবং দাগহীন ত্বক। কিন্তু ব্যস্ত জীবনে পার্লারে যাওয়া বা দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা সবসময় সম্ভব হয় না। তাই অনেকেই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে চান। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কোরিয়ান স্কিন কেয়ার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কোরিয়ান নারীদের মসৃণ ও উজ্জ্বল ত্বক সবার নজর কাড়ে। তাদের যত্নের অন্যতম গোপন রহস্য হলো ন্যাচারাল ফেস মাস্ক। এই প্রতিবেদনে আমরা জানব এমন এক কোরিয়ান ফেস মাস্ক রেসিপির কথা, যা ঘুমানোর আগে ব্যবহার করলে পরের দিন সকালে আপনার ত্বক হবে উজ্জ্বল, নরম এবং আর্দ্র।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/soft-and-glowing-skin-3-2025-09-01-19-13-08.jpg)
কেন কোরিয়ান স্কিন কেয়ার এত জনপ্রিয়?
কোরিয়ান বিউটি ট্রেন্ড সবসময়েই প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করে। তারা প্রাচীন ভেষজ উপাদান, চালের জল, তিসি বীজ, গ্রিন টি ইত্যাদির ব্যবহার করে থাকে। এগুলোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন, যা ত্বকের বয়স রোধ করতে, ব্রণ কমাতে এবং হাইড্রেশন বাড়াতে সাহায্য করে।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/soft-and-glowing-skin-4-2025-09-01-19-13-40.jpg)
ফেস মাস্কের প্রধান উপকরণ
তিসির বীজ (Flaxseed) – এতে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা ত্বককে ময়েশ্চারাইজ করে। বলিরেখা ও সূক্ষ্ম রেখা কমায়। চাল (Rice) – চালের জল ত্বককে উজ্জ্বল করে, পিগমেন্টেশন কমায়। হলুদ (Turmeric) – এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ আছে, যা ব্রণ এবং দাগ দূর করে। মধু (Honey) – প্রাকৃতিক ময়েশ্চারাইজার, যা ত্বককে কোমল এবং উজ্জ্বল করে।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/soft-and-glowing-skin-5-2025-09-01-19-14-22.jpg)
বানানোর কায়দা
আধা কাপ তিসির বীজ জলে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এবার তাতে ১ কাপ চাল এবং এক চিমটি হলুদ গুঁড়ো যোগ করুন। জেল ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা হলে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। পরিষ্কার মুখ ও গলায় এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/soft-and-glowing-skin-6-2025-09-01-19-15-07.jpg)
ব্যবহারের সঠিক সময় এবং উপকারিতা
এই ফেস মাস্ক ঘুমানোর আগে ব্যবহার করলে বেশি কার্যকর হয়। রাতে ত্বক স্বাভাবিকভাবেই নিজেকে রিপেয়ার করে। ফলে ফেস মাস্কের পুষ্টি সহজেই শোষিত হয়। নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম ও হাইড্রেটেড হয়। বলিরেখা ও সূক্ষ্ম রেখা কমে। ব্রণ ও দাগ হালকা হয়। ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায়। অকাল বার্ধক্যের লক্ষণ কমে যায়। ফেস মাস্ক ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করুন। যদি আপনার ত্বক খুব সংবেদনশীল হয়, তবে হলুদের পরিমাণ কম ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করাই যথেষ্ট। কোরিয়ান স্কিন কেয়ার সারা পৃথিবীতে জনপ্রিয়, কারণ এতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার বেশি। ঘুমানোর আগে এই তিসি বীজ, চাল, হলুদ ও মধুর ফেস মাস্ক ব্যবহার করলে আপনি সহজেই রাতারাতি নরম ও উজ্জ্বল ত্বক পেতে পারেন।