Lakshmi puja time table: কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট জেনে নিন

Diwali Lakshmi Puja 2019 Time Table: 'কোজাগরী' কথাটির অর্থ 'কে জেগে আছ'? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে।

Diwali Lakshmi Puja 2019 Time Table: 'কোজাগরী' কথাটির অর্থ 'কে জেগে আছ'? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Diwali 2019, Lakshmi Puja 2019 Timings

 2019 Lakshmi Pooja Time Table:

Advertisment

দুর্গা পুজো শেষ হয়ে যাওয়ার পর বাঙালির সান্ত্বনা খোঁজার জায়গাটুকু ওই বিজয়া দশমীর দিন চারেক পরের লক্ষ্মী পুজো। ঘরে ঘরে এই পুজো হয় কোজাগরী পূর্ণিমার দিনে।

'কোজাগরী' কথাটির অর্থ 'কে জেগে আছ'? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার। গৃহস্থের পরিবার ছাড়াও যে সব মণ্ডপে দুর্গা পুজো হয়, সেখানেই লক্ষ্মী পুজো হয়।

Advertisment

দেখে নেওয়া যাক এ বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট ও সময়সূচি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

কোজাগরী পূর্ণিমা আরম্ভ- ২৫ আশ্বিন ১৪২৬, শনিবার। (ইং তারিখ: ১২/১০/২০১৯)। সময়: রাত্রি ১২টা ৩৭ মিনিট থেকে।

কোজাগরী পূর্ণিমা শেষ- ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার। (ইং তারিখ: ১৩/১০/২০১৯)। সময়: রাত্রি ২টো ৩৮ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

পূর্ণিমা আরম্ভ- ২৪ আশ্বিন ১৪২৬, শনিবার। ( ১২/১০/২০১৯)। সময়: রাত্রি ১২টা ৩ মিনিট থেকে।

পূর্ণিমা শেষ-  ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার। (১৩/১০/২০১৯)। সময়: রাত্রি ১টা ৫৬ মিনিট পর্যন্ত।