Advertisment

রবি গানের সংকলন 'রবি ও শশী'

রবীন্দ্রনাথের অনবদ্য কিছু গানের সংলকনে তৈরি হল রবি ও শশী। মধুরিমা দত্ত চৌধুরীর কণ্ঠে প্রকাশিত হল গানের অ্যালবাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রম ঘোষ, শ্রাবণী সেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রবি ও শশী-র প্রকাশ।

রবীন্দ্রনাথের গান ও বাঙালি, এক নিঃশ্বাসে বলে ফেলা যায় সেই কবে থেকে। রবি ঠাকুর ব্যতীত বাঙালি জীবন কী ভীষণ নিঃসঙ্গ সে জানে প্রতিটি রবি প্রেমী মানুষের হৃদয়। প্রতিটি শিল্পীর কাছেও আরও বেশি করে আপন রবি গান। কোনও বিশেষ দিনেই তাঁর উদযাপন করতে হবে একথা বলেনা কেউই। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়েই এবারে 'রবি ও শশী'-র নিবেদন করল কসমিক হারমনি।

Advertisment

রবীন্দ্রনাথের অনবদ্য কিছু গানের সংলকনে তৈরি হল 'রবি ও শশী'। মধুরিমা দত্ত চৌধুরীর কণ্ঠে প্রকাশিত হল গানের অ্যালবাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রম ঘোষ, শ্রাবণী সেন, পন্ডিত তন্ময় বোস, জয়া শীল ঘোষের মতো মানুষেরা।

publive-image রবি ও শশী অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে।

বিক্রম ঘোষের কথায়, একটা ভাল অ্যালবামের সাক্ষী থাকলাম। সিডি আমি বলতে চাইনা। কারণ তার ব্যবসায়িক সাফল্য নেই। সুতরাং, অ্যালবাম বলেই অভিহিত করতে চাই। রবি ও শশীর প্রকাশকালে থাকতে পেরে ভাল লাগছে।

Rabindranath Tagore
Advertisment