Advertisment

Maha Shivaratri 2024: অল্পেই সন্তুষ্ট মহাদেব! কীভাবে তুষ্ট করবেন ভগবান ভোলানাথকে?

Maha Shivaratri 2024 Puja Timing: শিবকে নৈবেদ্য হিসেবে দেওয়া যায়- দুধ, দই, মধু, ঘি, নকুলদানা, বাতাসা, চন্দনের গুঁড়ো, আখের রস, গঙ্গাজল, ভাং, ধুতরা ফুল।

author-image
IE Bangla Web Desk
New Update
Maha Shivaratri 2024 Puja Vidhi, Shubh Muhurat, Timing and Celebration

Mahashivaratri 2024 Puja: দেশজুড়ে শিবভক্তরা মহাশিবরাত্রি পালনের জন্য মুখিয়ে আছেন। (ছবি- ফাইল)

Maha Shivaratri 2024 Puja Vidhi: কথিত আছে, ভগবান শিব অল্পেই সন্তুষ্ট হন। কিন্তু, প্রশ্ন হল, কীভাবে সন্তুষ্ট করবেন ভগবান শিবকে?

Advertisment

পুজোর জন্য প্রয়োজনীয়

সকালে গঙ্গা জল অথবা কালো তিল মেশানো জলে স্নান করে শুদ্ধ হতে হয়। সারাদিন উপোস থাকতে হয়। দুধ, গোলাপ জল, চন্দন, ঘি, মধু, দই, চিনি, জল দিয়ে শিবের অভিষেক করতে হয়। শিবকে বেলপাতা, আকন্দ ও ধুতরা ফুল নিবেদন করতে হয়। শিব মন্ত্র জপ করতে হয়। অনেকে মাটির শিবলিঙ্গ গড়ে পুজো করেন। অনেকে চার প্রহরে পুজো করেন। এর মধ্যে প্রথম প্রহর হল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা। দ্বিতীয় প্রহর হল রাত ৯টা থেকে রাত ১২টা। তৃতীয় প্রহর হল রাত ১২টা থেকে ভোর তিনটে। চতুর্থ প্রহর হল ভোর তিনটে থেকে ভোর ছ'টা। শিবকে নৈবেদ্য হিসেবে দেওয়া যায়- দুধ, দই, মধু, ঘি, নকুলদানা, বাতাসা, চন্দনের গুঁড়ো, আখের রস, গঙ্গাজল, ভাং, ধুতরা ফুল।

পুজোর সময়সীমা

২০২৪ সালে মহাশিবরাত্রি পালিত হবে ৮ মার্চ (২৪ ফাল্গুন), ২০২৪ শুক্রবার। এটা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই তিথি শুরু হবে ৮ মার্চ, রাত ৯টা ৫৭ মিনিটে। আর, চতুর্দশী তিথির অবসান হবে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে। অন্যমতে, চতুর্দশী লাগবে শুক্রবার রাত্রি ৮টায়। থাকবে শনিবার ২৫ ফাল্গুন সন্ধে ৫টা ৪৩ মিনিটে।

বাড়িতেই শিবরাত্রির সহজ পুজোবিধি

পুজোয় বসে হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আচমন করে নিতে হয়। এরপর বিষ্ণুস্মরণ করতে হয়। শিবরাত্রির পুজোয় শিবঠাকুরের উদ্দেশ্যে মাটির ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রদীপের শিখা রাখতে হয় উত্তরমুখী করে। যাঁরা শুধু প্রথম প্রহরে শিবের পুজো করবেন, তাঁদের এমন একটি মাটির প্রদীপ মহাদেবের উদ্দেশ্যে আগুন ধরিয়ে নেওয়া উচিত। যাঁরা চার প্রহরে পুজো করবেন, তাঁদের চারটি মাটির প্রদীপ সাজিয়ে নিতে হবে।

আরও পড়ুন- যেটা এখন ক্ষোভের মূল কারণ, দাগ কাটতে পারে লোকসভা নির্বাচনেও

প্রত্যেক প্রহরের পুজোর আগে একটি করে মহাদেবের উদ্দেশ্যে ধরিয়ে নিতে হবে। চারটি প্রদীপের প্রতিটিই চতুর্দশী তিথি থাকা পর্যন্ত জ্বালিয়ে রাখাই নিয়ম। পাশাপাশি, ধূপকাঠিও জ্বালিয়ে নিতে হয়। অভিষেক পাত্রের ওপর শিবলিঙ্গ, নন্দী, মহাদেবের ত্রিশূল ও বাসুকিনাথকে রেখে অভিষেক করতে হয়। এজন্য সাদা চন্দন লাগানো বেলপাতা ব্যবহার করতে হয়। দেবাদিদেবকে ভস্ম দিয়ে অভিষেক করাই নিয়ম। ভস্মের বদলে অভিষেকের জন্য অনেকে শ্বেতচন্দনের গুঁড়োও ব্যবহার করেন। এভাবে বাকি উপকরণগুলো দিয়েও দেবাদিদেবকে অভিষেক করার বিধি।

Temple Lord Shiva maha shivratri pujo
Advertisment