New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/24/xVpTRpO7sueDBje8WsBL.jpg)
Maha Shivaratri 2025: মহাশিবরাত্রির দিনটিকে হিন্দু ধর্মে 'অত্যন্ত শুভ' বলে বিবেচনা করা হয়
Happy Maha Shivaratri 2025 Wishes in Bengali: মহাশিবরাত্রি হিন্দুদের অন্যতম বড় উৎসব। প্রতি মাসে শিবরাত্রি আসলেও ফাল্গুন মাসের মহাশিবরাত্রির গুরুত্ব সবচেয়ে বেশি। এই দিনে, ভক্তরা উপবাস পালন করে এবং আচার অনুসারে শিব ও মা পার্বতীর পুজো করেন। এই বিশেষ দিনে রুদ্রাভিষেক করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এ বছর মহাশিবরাত্রি পালিত হবে বুধবার, ২৬ ফেব্রুয়ারি।
Advertisment
মহাশিবরাত্রিতে প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা (Happy Maha Shivaratri 2025 Wishes)
- আপনার সমস্ত ইচ্ছাগুলো যেন পূর্ণ হয়। সর্বশক্তিমান শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। শুভ মহাশিবরাত্রি।
- শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন, শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ শিব শক্তি, শিব ভক্তি, সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা!
- ওম নমোঃ শিবায়! মহাশিবরাত্রির শুভেচ্ছা।
- ভগবান শিবের আশীর্বাদ সর্বদা থাকুক আপনার উপর, পরিবর্তিত হোক আপনার ভাগ্য। জীবনের সেই লক্ষ্য অর্জন করুন যা আজ অবধি কেউ পায়নি, শুভ মহাশিবরাত্রি।
- শিবের মহিমা অপার, বিপদের রক্ষাকর্তা তিনি। তাঁর আশীর্বাদ সব সময় আপনার উপর থাকুক।
- ভোলেবাবার জয় হোক! মঙ্গল হোক সকলের।
- ভগবান শিব আপনার পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করুক। এই শিবরাত্রি প্রত্যেকের জীবনের সমস্ত কুফল মুছে আনন্দ বয়ে নিয়ে আসুক। শুভ মহাশিবরাত্রি।
- শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন। শিব শক্তি, শিব ভক্তি। সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা।
- হর হর মহাদেব! মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকে।
- জয় শিবশঙ্কর, এই মহাশিবরাত্রিতে ভগবান শিব তাঁর ভক্তদের সমস্ত প্রার্থনা পূরণ করুক।
Advertisment
মহাশিবরাত্রি চার প্রহর পুজো মুহুরত ২০২৫ (Maha Shivratri Chaar Prahar Puja Muhurat 2025)
আরও পড়ুনমহাশিবরাত্রির পুজো কীভাবে করবেন? চার প্রহরের পুজোর সম্পূর্ণ রীতি ধাপে ধাপে জানুন
মহাশিবরাত্রির দিন রাতের চারটি প্রহরের পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। এই শুভ সময়টি নিম্নরূপ...
- রাতের প্রথম প্রহর পুজোর সময়- 06:19 PM থেকে 09:26 PM
- রাতের দ্বিতীয় প্রহর পুজোর সময় – ২৬ ফেব্রুয়ারি রাত 09:26 PM থেকে ২৭ ফেব্রুয়ারি 12:34 AM
- রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময় - ২৭ ফেব্রুয়ারি রাত 12:34 AM থেকে 03:41 AM
- রাতের চতুর্থ প্রহর পুজোর সময় - ২৭ ফেব্রুয়ারি ভোর 03:41 AM থেকে 06:48 AM