/indian-express-bangla/media/media_files/2025/10/19/kali-puja-9-2025-10-19-15-18-13.jpg)
Forms of Kali: কালী কতরকমের?
/indian-express-bangla/media/media_files/2025/10/19/kali-puja-1-2025-10-19-15-18-32.jpg)
দেবী কালীর রূপ
Kali Puja: হিন্দু শাক্ত তন্ত্রের অন্যতম গভীর গ্রন্থ মহাকাল সংহিতা-য় দেবী মহাকালীর অসংখ্য রূপের উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে— দেবী কালীর কোটি কোটি রূপ রয়েছে। যাদের মধ্যে কিছু শুভ, কিছু ভীষণ, আবার কিছু একেবারে গুহ্য বা গোপন তান্ত্রিক রূপ। এই সংহিতার চতুর্দশ পটলে (১৪শ অধ্যায়ে) দেবী নিজেই ভগবান শিব ও বিষ্ণুর সামনে তাঁর সেই রূপগুলির বর্ণনা দিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/kali-puja-2-2025-10-19-15-19-16.jpg)
নবকালী বা কালীর নয়টি প্রধান রূপ
মহাকাল সংহিতার প্রথমাংশে দেবী কালীর নয়টি প্রধান রূপের উল্লেখ আছে। সেগুলো হল— দক্ষিণা কালী, ভদ্র কালী, শ্মশান কালী, শ্যামা কালী, গুহ্য কালী, কামকলা কালী, ধন কালী, সিদ্ধি কালী, চণ্ড কালী। এই নয়টি রূপ দেবীর বিভিন্ন দিক নির্দেশ করে। যেমন দক্ষিণা কালী জ্ঞানের প্রতীক, আর কামকলা কালী তন্ত্রের গূঢ় শক্তির প্রতীক।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/kali-puja-3-2025-10-19-15-19-51.jpg)
চতুর্দশ পটলে উল্লিখিত ২৫টি রূপ
চতুর্দশতম অধ্যায়ে দেবী নিজেই বলেছেন, 'উগ্রাবথ্যা মূর্তয়ো মে সন্তি কোটিশসন্মিতাঃ!' এরপর তিনি তাঁর ২৫টি বিশেষ রূপের নাম উল্লেখ করছেন। এগুলি হল - চামুণ্ডা ভৈরবী, ভীমা, গুহ্যকালী, দক্ষিণা কালী, ছিন্নমস্তা, একজটা, কালসংকার্ষিণী, শ্মশান কালী, কোরাঙ্গী, ভদ্রকালী, কুব্জিকা, উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডোগা, চণ্ডনৈকা, চণ্ডা, চণ্ডাবতী, চণ্ডচণ্ডা, চণ্ডী, চণ্ডিকা, বভ্রবী, শিবদূতী, কাত্যায়নী, ধর্মাষ্টকা ও কামকলা কালী।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/kali-puja-5-2025-10-19-15-20-42.jpg)
প্রতিটি রূপের আলাদা প্রতীক ও শক্তি আছে
চামুণ্ডা: মৃত্যুকে জয় করা শক্তি। ভদ্রকালী: শান্তি ও রক্ষার দেবী। ছিন্নমস্তা: আত্মত্যাগের প্রতীক। শ্মশান কালী: মৃত্যুর পরে মুক্তির শক্তি। কামকলা কালী: তন্ত্রের চূড়ান্ত গুহ্য শক্তি।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/kali-puja-6-2025-10-19-15-21-15.jpg)
মহাকাল সংহিতার তাত্ত্বিক ব্যাখ্যা
শাস্ত্র মতে, মা কালী কোনও একক রূপ নন। বরং সমস্ত শক্তির সম্মিলিত প্রকাশ। তিনি সময়েরও ঊর্ধ্বে — তাই তাঁর নাম 'মহাকালী', অর্থাৎ যিনি মহাকালকে অতিক্রম করেন। এই সংহিতায় দেবী বলেন, 'আমার কোটি কোটি রূপ সুন্দর, কিন্তু আমার ভীষণ রূপই সর্বোচ্চ শক্তির প্রকাশ।' তান্ত্রিক দর্শনে এটি বোঝায় যে, সৃষ্টি ও সংহার একই মহাশক্তির দুই দিক।
/indian-express-bangla/media/media_files/2025/10/19/kali-puja-7-2025-10-19-15-21-52.jpg)
মহাকাল সংহিতা
মহাকাল সংহিতা কেবল শাস্ত্রীয় নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার দলিল। দেবী মহাকালীর এই ২৫টি রূপ আমাদের শেখায়— ভয়েও শক্তি আছে, ধ্বংসেও সৃষ্টির বীজ থাকে, আর সময়েরও ওপারে আছে মা মহাকালী।