চলতি বছরের দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। মহালয়া ১৪ অক্টোবর। পুজো শুরু ২০ তারিখ থেকে। লক্ষ্মী ও কালীপুজোর দিনক্ষণও জানা হয়ে গিয়েছে। তৈরি সব প্ল্যান। কিন্তু শুধু এ বছরের পুজোর দিন জেনে ক্ষান্ত থাকবেন? তাহলেই বিপদ! পিছিয়ে পড়তে পারেন। তাই আপনার জন্য রইল আগামী চার বছরের (২০২৪ থেকে ২০২৭) মহালয়া, দুর্গাপুজো থেকে লক্ষ্মী, কালীপুজোর দিনক্ষণ।
২০২৪ সাল
- মহালয়া - ২ অক্টোবর
- দুর্গা ষষ্ঠী - ৯ অক্টোবর
- দুর্গা সপ্তমী - ১০ অক্টোবর
- দুর্গা অষ্টমী - ১১ অক্টোবর
- দুর্গা নবমী - ১২ অক্টোবর
- বিজয়া দশমী- ১৩ অক্টোবর
- লক্ষ্মীপুজো- ১৭ অক্টোবর
- কালীপুজো - ৩১ অক্টোবর
২০২৫ সাল
- মহালয়া - ২১ সেপ্টেম্বর
- দুর্গা ষষ্ঠী - ২৮ সেপ্টেম্বর
- দুর্গা সপ্তমী - ২৯ সেপ্টেম্বর
- দুর্গা অষ্টমী - ৩০ সেপ্টেম্বর
- দুর্গা নবমী - ১ অক্টোবর
- বিজয়া দশমী- ২ অক্টোবর
- লক্ষ্মীপুজো- ৬ অক্টোবর
- কালীপুজো - ২০ অক্টোবর
২০২৬ সাল
- মহালয়া - ১০ অক্টোবর
- দুর্গা ষষ্ঠী - ১৭ অক্টোবর
- দুর্গা সপ্তমী - ১৮ অক্টোবর
- দুর্গা অষ্টমী - ১৯ অক্টোবর
- দুর্গা নবমী - ২০ অক্টোবর
- বিজয়া দশমী- ২১ অক্টোবর
- লক্ষ্মীপুজো- ২৫ অক্টোবর
- কালীপুজো - ৮ নভেম্বর
২০২৭ সাল
- মহালয়া - ২৯ সেপ্টেম্বর
- দুর্গা ষষ্ঠী - ৫অক্টোবর
- দুর্গা সপ্তমী - ৬ অক্টোবর
- দুর্গা অষ্টমী - ৭ অক্টোবর
- দুর্গা নবমী - ৮ অক্টোবর
- বিজয়া দশমী- ৯ অক্টোবর
- লক্ষ্মীপুজো- ১৪ অক্টোবর
- কালীপুজো - ২৮ নভেম্বর