শীতের আমেজে 'আনন্দ আশ্রম'-এর নীরবতা দেবে শান্তি। শরতের 'হারানো সুর'-এ মাতোয়ারা হবে মন। বসন্তে 'নায়ক'-এর প্রেমের বাঁধনে দিশেহারা 'ধন্যি মেয়ে'। ২০১৯-এ বাঙালির ড্রয়িং রুমে আবার আসতে চলেছেন মহানায়ক, তবে একটু অন্য রূপে। উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছবির পোস্টার নিয়ে তৈরি হচ্ছে ক্যালেন্ডার। তাঁর অভিনীত প্রায় ৩০০ ছবির পোস্টার থেকে বেছে নেওয়া হয়েছে ২৪ টি। ১২ মাসের প্রতিটি পাতায় দুটো করে ছবি।
মোটে একটা সপ্তাহ, তারপরেই উত্তমকুমারের জন্মদিনে আসছে তাঁর ছবির পোস্টার নিয়ে তৈরি করা ক্যালেন্ডার। উদ্যোক্তা সুদীপ্ত চন্দ। নিজেরই পোস্টার সংগ্রহ করার নেশা রয়েছে তাঁর। হারিয়ে যাওয়া মূহুর্তগুলোকে ধরে রাখতেই এই ব্যবস্থা। সুদীপ্ত বলেন, "উত্তম কুমারের নায়িকাদের নিয়ে, সঙ্গীত পরিচালনার দিক মাথায় রেখে, বেছে বেছে পোস্টার নেওয়া হয়েছে। শুধু জনপ্রিয় ছবি নয়, অনেক অজানা ছবির পোস্টারও থাকবে। আসলে বিভিন্নভাবে মহানায়ককে তুলে ধরতে চাইছি। মালা সিনহার সঙ্গে 'পুত্রবধূ' বলে একটা ছবি, অরুন্ধতী দেবীর সঙ্গে 'শিকার', এরকম সব অপ্রচলিত পোস্টারও দেখা যাবে।" এছাড়াও অভিনেতার 'শাপমোচন’, ‘দুই ভাই’, ‘হারানো সুর’, ‘অবাক পৃথিবী’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘নায়ক’, ‘ধন্যি মেয়ে’, 'কঙ্কাবতীর ঘাট'-এর মতো ছবির পোস্টারে সাজবে এই ক্যালেন্ডার। শুধু তাই নয়, 'বন্দী' নামক ওড়িয়া ছবির পোস্টারও থাকবে এই কালেকশনে।
সুদীপ্তর কথায়, "পোস্টার সংগ্রহ করার নেশা কলেজ জীবন থেকেই। এখন তো আবশ্যিক কাজ এটা। সেই সময় হাতে আঁকা হত পোস্টার। লিথোগ্রাফিতে প্রিন্ট হত, ফলে এখন প্রিন্টিং টেকনোলজির পড়ুয়া এবং ফিল্ম স্টাডিজের পড়ুয়াদের এটা জানা প্রয়োজন।" শিল্পের ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে এই ক্রমবিবর্তনের ইতিহাস সংগ্রহ করার নেশাটা তাঁর আছে। আর সেকারণেই এই উদ্যোগ।
অবশ্যই তাঁর নায়িকাদের বাদ দিয়ে উত্তম অসম্পূর্ণ। তাই এই পোস্টারে জায়গা করে নিয়েছেন সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, অরুন্ধতী দেবী, তনুজা, শর্মিলা ঠাকুররা। আজ, ৩ সেপ্টেম্বর, মহানায়কের জন্মদিনে উত্তম মঞ্চে একটি সঙ্গীতানুষ্ঠানের মাধ্যেম প্রকাশিত হবে এই ক্যালেন্ডার। তবে ব্যবসায়িক দিক থেকে নয়, ভালবাসা দিয়ে তৈরি বলে এই ক্যালেন্ডারের বেশি কপি তৈরি করেননি সুদীপ্ত। "আপাতত দুশো কপিই ছাপাচ্ছি। পরে তেমন বুঝলে বাড়ানো যাবে," বলছেন তিনি।
ক্যালেন্ডারটি তৈরি করতে যা খরচ হয়েছে, শুধু সেটুকু তুলতে এর মুল্য ধার্য করা হয়েছে তিনশো টাকা। আজ উত্তম মঞ্চেই পাওয়া যাবে এই ক্যালেন্ডার, এবং আজকের পর পাবেন ধর্মতলার সিম্ফনিতে। এছাড়াও 13.thedreamersmusicpr@gmail.com এই আইডি-তে মেল করে অর্ডার দিতে পারবেন। নিজের আর্কাইভে এমন একটা সংগ্রহ রেখে দিলে মন্দ হবে না কিন্তু।