Advertisment

Mamata WB government Chanakya: বিপুল সমালোচনার ঝড়, কোন জাদুকাঠিতে তা সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী, আসল সত্যি এটাই?

Mamata Niti Chanakya: মুখ্যমন্ত্রীর রাজকার্যে যদি সহায়ক মন্ত্রী মণ্ডলী দক্ষ না-হয়, তাহলে তাঁর পক্ষে একা সরকার চালানো অত্যন্ত কঠিন কাজ। তবে, বর্তমান যুগে মন্ত্রীদের হয়ে প্রায় সব কাজটাই আমলারা করে দেন। তার ফলে, মন্ত্রীরা কতটা যোগ্য, সেটা খুব বেশি গুরুত্ব না-দিলেও চলে যায়।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Mamata-Chanakya-Modi: সত্যিটা ধরে ফেলেছেন, বাজেটে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, সংসদে প্রধানমন্ত্রী

Mamata Chanakya Niti: চাণক্য আজও রাজনীতিবিদদের পথ দেখিয়ে চলেছেন। (ছবি- ফেসবুক)

Mamata Chanakya and Modi: Mamata Banerjee Chanakya and Modi: চারপাশে সমালোচনার ঝড়। বিরোধীরা যেন মুখিয়েই আছেন সমালোচনার ঝড় তোলার জন্য। একটু সুযোগ পেলেই রে রে করে তেড়ে আসছেন। কিন্তু, তারপরও কীসের জোরে বারবার নির্বাচনী সাফল্য আদায় করে নিচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীসের জোরে, তিনি যখনই যা বলছেন, তা সহজেই হয়ে যাচ্ছে? তা সে দুয়ারে সরকার প্রকল্পই হোক। লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দেওয়াই হোক বা অন্য কোনও ঘোষণা। বিরোধী দল বিজেপির অভিযোগ, কেন্দ্রের টাকা নয়ছয় করে, এসব চলছে। কিন্তু, সেটা হলেও বা! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন তখন দেওয়া যে কোনও আশ্বাস সহজেই তো তামিল হচ্ছে। এটাই বা কীভাবে ঘটছে?

Advertisment

সেই রহস্যের উৎস খুঁজতে গেলে কিন্তু, কিছু কথা মাথায় রাখতেই হবে। তা হল, যে কোনও দেশে যে কোনও কালে মুখ্যমন্ত্রী একা সরকার চালাতে পারেন না। মুখ্যমন্ত্রীর রাজকার্যে যদি সহায়ক মন্ত্রী মণ্ডলী দক্ষ না-হয়, তাহলে তাঁর পক্ষে একা সরকার চালানো অত্যন্ত কঠিন কাজ। তবে, বর্তমান যুগে মন্ত্রীদের হয়ে প্রায় সব কাজটাই আমলারা করে দেন। তার ফলে, মন্ত্রীরা কতটা যোগ্য, সেটা খুব বেশি গুরুত্ব না-দিলেও চলে যায়। তাহলে কি পশ্চিমবাংলার আমলারা ভীষণ দক্ষ? এই উত্তরটা যেন অনেক কাল আগেই দিয়ে গিয়েছিলেন কৌটিল্য চাণক্য। তিনি তাঁর নীতিশাস্ত্রে বলেছিলেন, 'প্রাজ্ঞে নিযোজ্যমানে হি সন্তি রাজ্ঞস্ত্রয়ো গুণাঃ। যশঃ স্বর্গনিবাসশ্চ বিপুলশ্চ ধনাগমঃ।'

আরও পড়ুন- শ্যামনগর মূলাজোড় ব্রহ্মময়ী মন্দির, পৌষকালীর তীর্থস্থান

যার অর্থ, প্রাজ্ঞ ব্যক্তিকে রাজকার্যে নিযুক্ত করলে রাজা স্বয়ং তিনটি গুণের অধিকারী হন। সেগুলো হল- যশলাভ, স্বর্গলাভ এবং প্রভূত অর্থলাভ। এই সব দক্ষ ব্যক্তিদের সাহায্যেই রাজা নিরুপদ্রবে রাজ্য শাসন করতে পারেন। তাঁর কোষাগারের অভাবও ঠিকমতো ম্যানেজ হয়ে যায়। আর, তাতেই রাজার পক্ষে প্রজাদের মনোরঞ্জন করা সহজ হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চাণক্যের বলে যাওয়া এই কথাটা আগেই বুঝতে পেরেছেন? সেই জন্যই কি তিনি অবসর নেওয়া কিছু আমলাকে আবার চাকরিতে নিয়োগ করছেন? এই প্রশ্নের উত্তরটা ইতিমধ্যেই হ্যাঁ বলা যায়। কারণ, রাজ্যে এই নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। অতীতে আমরা রাজ্যবাসীকে সরকার বদলাতে দেখেনি। কিন্তু, তিনবার যখন কোনও একটি সরকারকে এই রাজ্যের বাসিন্দারা ফিরিয়ে এনেছেন, তার অর্থ কিছু সুফল তো তাঁরা পাচ্ছেনই। আর, সেটা সম্ভব হচ্ছে নিশ্চিতরূপে রাজ্যের প্রাজ্ঞ আমলাদের কারণেই। কারণে, মন্ত্রীদের হয়ে তাঁরাই রাজ্যের প্রশাসনটা সামলান।

Mamata Government Chanakya Niti Bakya Chanakya Sloka Chanakya bjp Oppositions tmc Mamata Banerjee
Advertisment