New Year Greeting, Wishes & Messages in Bangla: একগাদা রং-পেনসিল। কারও হাতে লাল রং, তো কারও হাতে সবুজ। গোল হয়ে বসে ওরা। কোনওদিকে তাকানোর ফুরসত নেই। নতুন বছরে ওদের ‘আদরের’ মুখ্যমন্ত্রীকে উপহার দেবে যে ওরা। হাতে সময়ও তো বেশি নেই। দু’দিন বাদেই ইংরেজি নববর্ষ। ওদের হাতেই গড়ে উঠছে নতুন বছরের বিশালাকার গ্রিটিংস কার্ড। যেটি লম্বায় ৬ ফুট, চওড়ায় ৩ ফুট। প্রায় ১৫০ জন কচিকাঁচার হাতে গড়া এই অভিনব কার্ডে থাকছে ২০১৯ জন শিশুর স্বাক্ষর। সেই ‘হ্যাপি নিউ ইয়ার’ কার্ডই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে শহরের একটি ক্লাব। যে কার্ডের থিম আবার ‘এগিয়ে বাংলা’।
উত্তর কলকাতার উল্টোডাঙা ছাত্র যুব মিলন সমিতির উদ্যোগেই এই কার্ড তৈরি করা হয়েছে। ক্লাবের আহ্বায়ক রবি পাল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন, “দশ-বারো দিন ধরে কার্ড বানানোর কাজ চলেছে। প্রায় ১৫০ জন শিশু এই কার্ডে এঁকেছে। যাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন পথশিশুও। ওদের গাইড করা হয়েছে কীভাবে আঁকবে, শিক্ষকরাও রয়েছেন। ২০১৯ সালকে স্বাগত জানাতে আমরা ২০১৯ জন বাচ্চাকে দিয়ে স্বাক্ষর করাব। তারপরই কার্ডটি নতুন বছরের উপহার হিসেবে মুখ্যমন্ত্রীকে দেব।” ২০১৯ জন শিশুর স্বাক্ষর কেন? রবিবাবুর কথায়, “বাচ্চাদের স্বাক্ষর থাকলে ওরা খুশি হবে এই ভেবে যে, মুখ্যমন্ত্রীর কাছে আমার স্বাক্ষর রয়েছে।”
আরও পড়ুন: অফিসে ঋতুকালীন ছুটি, মহিলাকর্মীদের পাশে কলকাতার সংস্থা
মুখ্যমন্ত্রীর উপহার বলে কথা, তাই কার্ডে চমক থাকছে অনেক। এ প্রসঙ্গে রবিবাবু জানালেন, “বিশাল বড় কার্ড বানানো হয়েছে, যার দৈর্ঘ্য ৬ ফুট, প্রস্থ ৩ ফুট। কার্ডে বাচ্চারা অনেক কিছু এঁকেছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অবয়ব আঁকা হয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী প্রকল্পের ছবি এঁকেছে বাচ্চারা।” কেন এমন থিম? রবিবাবুর জবাব, “দিদি যেভাবে বাংলার উন্নয়ন করছেন, তা তুলে ধরার জন্য এমন উদ্যোগ নিলাম। দিদির এই প্রকল্পগুলো বাচ্চারা এঁকেছে, সেই কার্ড দেখলে দিদি খুশি হবেন।”
মমতার হাতে কবে পৌঁছবে এই কার্ড? জবাবে ক্লাবের আহ্বায়ক বললেন, “শেষ মুহূর্তের কাজ চলছে। বাচ্চাদের দিয়ে স্বাক্ষর করাব। তারপর মুখ্যমন্ত্রীর কাছে সময় চাইব, কবে উনি দেখা করবেন। সেই মতো আমরা বাচ্চাদের নিয়ে মুখ্যমন্ত্রীর হাতে কার্ড তুলে দেব। আশা করব, উনি আমাদের এই উপহার ফেরাবেন না।”
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল