জীবাণু থেকে আড়াল দেবে, আবার বাহারি ফ্যাশনও দেবে মুখের মাস্ক। লকডাউনের মাঝামাঝি থেকেই অনলাইনে নানা সংস্থা অর্ডার নিতে শুরু করেছে রকমারি মাস্কের। একঘেয়ে রঙ ছেড়ে মানুষ ঝুঁকছে রঙ বেরঙের আঁকিবুঁকি করা সুতির কাপড়ের মাস্কের ওপর। ভরা জ্যৈষ্ঠের দুপুরে ফেরিওয়ালাও ১০-২০-, ৫০ টাকায় ফেরি করে যাচ্ছেন নানা মাপের, নানা রঙের মাস্ক। গড়ানো বিকেলের সঙ্গে গলির শেষ প্রান্ত দিয়ে একটু একটু করে হারিয়ে যাচ্ছে ফেরিওয়ালার সুর, “মাস্ক চাই মাস্ক?, লাল- নীল -বেগুনী-কমলা মাস্ক”।
পাড়ার ওষুধের দোকানে গেলে যেন ফিরে ফিরে আসছে দু-দশক আগের চেনা ছবি। খদ্দের আর দোকানদারের সেই হেসে কুশল বিনিময়, দোকানে আসতে বলা। “ভালো শাড়ি এসেছে দিদি এবার” যদিও বলছেন না কেউই। তার বদলে, “এই লটে ভালো মাস্ক এল, নিয়ে যান, হট কেকের মতো সেল হচ্ছে”।
যারা আবার মাস্ককে করে তুলতে চান ফ্যাশন স্টেটমেন্ট, তাদেরকেও খালি হাতে ফেরাচ্ছে না তিলোত্তমা। রবিমাস সবে গেল। বাটিকের কাপড়ের মাস্ক পরে বিকেলের ছাদভ্রমণে যাচ্ছেন অনেকেই। অনলাইন রবীন্দ্রজয়ন্তী পালন করলে, মাস্কে একটু রবি ঠাকুর থাকবেন না, তা হয়? নাকের কাছে তাই কালো তুলিতে লেখা ‘বিপদে আমি না যেন করি ভয়’।