বড়দিনের অর্ধেক সময় কেটে গেছে। ময়দান ভিক্টোরিয়ার মাঠও দু'পাক দিয়ে ফেলেছেন এতক্ষণে নিশ্চয়ই! এখন অপেক্ষা পার্ক স্ট্রিটের আলোর। এর মাঝে বহুবার শুনেও ফেলেছেন 'জিঙ্গল বেলস' গানটি, হয়ত আপনার ফোনের রিং টোন বা কলার টিউনেও স্থান পেয়েছে বড়দিনের এই আবহসঙ্গীত। কিন্তু সে তো পাশ্চাত্য দেশীয়, নিজের দেশের 'জিঙ্গল বেলস' শুনেছেন কি? ২০১৮ সালের বড়দিনকে আরও মজাদার করতে শুনে ফেলুন ভোজপুরি ও পঞ্জাবি সঙ্গীত ঘরানায় বাঁধা 'জিঙ্গল বেলসের' নয়া সুর।
Now I don’t think I’ll ever be able to hear jingle bells without hearing the sound of dhols in my head...Oye Jingle Balle Balle! A very Merry Christmas to all.. pic.twitter.com/ddlje0Brhj
কাওয়ালির সুরেও কিঞ্জল চট্টোপাধ্যায় ও সায়নী পালিত তৈরি করেছেন গানটি। হারমোনিয়াম তবলায় তাঁদের তৈরি 'জিঙ্গল বেলসের' সুর যেকোনো আসর জমাতে পারদর্শী।
Jingle Bells - Indian Classical Version | Yagnesh Tandel Choreographyhttps://t.co/T3UNncCOqL
Hey everyone,
Here is my christmas dance choreography on indian version jingle bell song by @FollowingMahesh .
Hope you all enjoy it.#ChristmasEve2017
Merry Christmas Everyone.