Advertisment

'ওয়ে জিঙ্গল বল্লে বল্লে', বড়দিনে দেশীয় 'জিঙ্গল বেলস' শুনেছেন?

২০১৮ সালের বড়দিনকে আরও মজাদার করতে শুনে ফেলুন ভোজপুরি ও পাঞ্জাবি সঙ্গীতের ঘরানায় বাঁধা 'জিঙ্গল বেলসের' নয়া সুর। দায়িত্ব নিয়ে বললাম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বড়দিনের অর্ধেক সময় কেটে গেছে। ময়দান ভিক্টোরিয়ার মাঠও দু'পাক দিয়ে ফেলেছেন এতক্ষণে নিশ্চয়ই! এখন অপেক্ষা পার্ক স্ট্রিটের আলোর। এর মাঝে বহুবার শুনেও ফেলেছেন 'জিঙ্গল বেলস' গানটি, হয়ত আপনার ফোনের রিং টোন বা কলার টিউনেও স্থান পেয়েছে বড়দিনের এই আবহসঙ্গীত। কিন্তু সে তো পাশ্চাত্য দেশীয়, নিজের দেশের 'জিঙ্গল বেলস' শুনেছেন কি? ২০১৮ সালের বড়দিনকে আরও মজাদার করতে শুনে ফেলুন ভোজপুরি ও পঞ্জাবি সঙ্গীত ঘরানায় বাঁধা 'জিঙ্গল বেলসের' নয়া সুর।

Advertisment

'জিঙ্গল বেলস' গান বাজছে ঢোলের তালে। ভুরু কুঁচকোলেন নিশ্চয়ই? তাহলে ভিডিওটি দেখে নিন। ঢোলের তালে জানাচ্ছেন মেরি ক্রিসমাসের শুভেচ্ছা, 'ওয়ে জিঙ্গেল বল্লে বল্লে' বলে:

একই সঙ্গে ভোজপুরি সুরে বাঁধা হয়েছে 'জিঙ্গল বেলস' গানটি।

কাওয়ালির সুরেও কিঞ্জল চট্টোপাধ্যায় ও সায়নী পালিত তৈরি করেছেন গানটি। হারমোনিয়াম তবলায় তাঁদের তৈরি 'জিঙ্গল বেলসের' সুর যেকোনো আসর জমাতে পারদর্শী।

Read the full story in English

Christmas
Advertisment