New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/pregnancy-cover.jpg)
সাম্প্রতিক গবেষণা বলছে মায়েরা গর্ভাবস্থায় মেটফরমিন খেলে সন্তানের ওবেসিটি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সাধারণত, এক বিশেষ ধরনের ডায়াবেটিসে অথবা পিসিওডি-তে চিকিৎসকেরা মেটফরমিন খেতে বলেন।
Advertisment
আধুনিক গবেষণা বলছে, মেটফরমিন প্লাসেন্ট্রা অতিক্রম করে ভ্রূণে প্রবেশ করার ক্ষমতা রাখে। তবে জন্মের সময় শিশুর ওজন নিয়ন্ত্রণ করে না মেটফরমিন।
আরও পড়ুন, World Obesity Day: ঘরের তৈরি খাবার কেন খাবেন?
নরওয়ে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং সমীক্ষার নেতৃত্ব দেওয়া লিভ গুরো এঙ্গেন হানেম জানালেন, "আমাদের গবেষণা বলছে যে সমস্ত মহিলা পিসিওএস-এর জন্য মেটফরমিন খান, তাঁদের সন্তানের ক্ষেত্রে ওবেসিটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়"।
Advertisment
Read the full story in English