Advertisment

মার্জার সরণীতে হাঁটতে হাঁটতেই স্তন্যপান করালেন মডেল মা

Model breastfeeds on ramp: মডেল মারা মার্টিন, আপাতত সোশাল মিডিয়ায় চর্চার বিষয়। একদিকে যখন একটা অংশ তাঁকে আটকাতে চাইছে অন্যদিকে আরও একটা অংশ উৎসাহিত করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে নিয়ে মার্জার সরণীতে দেখা গেল মডেল মারা মার্টিনকে।

স্পোর্টস ম্যাগাজিন ইলাস্ট্রেটেডের ফ্যাশন শোয়ে স্তন্যপান করাতে করাতে র‌্যাম্পে হাঁটলেন মডেল মারা মার্টিন। ঘটনাটি ঘটেছে মিয়ামিতে। নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে নিয়ে মার্জার সরণী অর্থাৎ ক্যাট ওয়াকে দেখা গেল তাঁকে।

Advertisment

ওয়ান শোল্ডার সোনালি বিকিনি পরে, কোলে মেয়ে নিয়ে সাহসের সঙ্গে র‌্যাম্পে দেখা গেল মার্টিনকে। ম্যাগাজিনের অফিসিয়াল পেজ র‌্যাম্পের সেই ছবি ও ভিডিও পোস্ট করেছে সোশাল মিডিয়ায়।

তবে মার্টিনের এরকম পদক্ষেপে ঝড় উঠেছে নেটপাড়ায়। কেউ কেউ সমালোচনা করেছেন এই কাজের। আবার কারও মতে মায়েদের নিজের শরীর নিয়ে সহজ হওয়ার পথ প্রশস্ত করেছেন মারা মার্টিন।

viral
Advertisment