Advertisment

বড় পরিবার নিয়ে হাজির মহীনের ঘোড়াগুলি, উচ্ছ্বাসে ভাসল জার্সি সিটির পুজো

মার্কিন সময় অনুযায়ী শনিবার সন্ধ্যায় গার্ডেন স্টেট পূজা কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে 'মহীনের ঘোড়াগুলি ও বৃহত্তর পরিবার' উঠতেই, উপস্থিত প্রবাসীদের মধ্যে তুমুল উচ্ছ্বাস দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আয়োজকদের দাবি, অতীতে এমন অনুষ্ঠান সে দেশে হয়নি।

কে বলেছে, পৃথিবীটা নাকি ছোটো হতে হতে... ড্রইংরুমে রাখা বোকা বাক্সতে বন্দি! এই তো বৃহত্তর পরিবার নিয়ে দিব্বি মঞ্চে উঠে পড়ল মহীনের ঘোড়াগুলি। তাও যে কোনও মঞ্চ নয়, দেশ ছাড়িয়ে একেবারে মার্কিন মুলুকের বনেদি জার্সি সিটির মঞ্চে। মার্কিন সময় অনুযায়ী শনিবার সন্ধ্যায় গার্ডেন স্টেট পূজা কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে 'মহীনের ঘোড়াগুলি ও বৃহত্তর পরিবার' উঠতেই, উপস্থিত প্রবাসীদের মধ্যে তুমুল উচ্ছ্বাস দেখা যায়। আর উচ্ছ্বসিত হবেন না-ই বা কেন! আয়োজকদের দাবি, এই অনুষ্ঠান ঐতিহাসিক। কারণ, এর আগে এমন অনুষ্ঠান সে দেশে হয়নি।

Advertisment

publive-image নবীনে-প্রবীণে...

আরও পড়ুন- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির পুজোয় এবার বিষাদ সুর

জার্সি সিটির মঞ্চে এদিন উপস্থিত ছিলেন সাতের দশকের সাবেক মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য বিশ্বনাথ চট্টোপাধ্যায় (গৌতম চট্টোপাধ্যায়ের ভাই) এবং রাজা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, মঞ্চ মাতিয়েছেন গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র তথা লক্ষীছাড়ার গাবু এবং 'পৃথিবী বয়' হিসাবে খ্যাত বনি চক্রবর্তী। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কার্ত্তিকদাস বাউল এবং উশ্রী বন্দ্যোপাধ্যায়ও।

publive-image মঞ্চে মহীনের ঘোড়াগুলি

আরও পড়ুন- ‘ফরচুন’ তেলের বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন ভোজনরসিক বঙ্গসন্তানরা

আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রাচীন দুর্গা পুজো কমিটিগুলির অন্যতম গার্ডেন স্টেট পূজা কমিটি (GSPC)। ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ওই অঞ্চলের প্রবাসী বাঙালিদের সামাজিক-সাংস্কৃতিক জীবনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে এই সংগঠন।

Durga Puja 2019
Advertisment