Mother's Day 2024 History in Bengali: আগামী ১২ মে বিশ্বজুড়ে পালিত হতে চলেছে- মাতৃ দিবস বা মা দিবস। সন্তানের সবচেয়ে বড় আশ্রয় তাঁর মা। সেই মায়ের প্রতি সম্মান জানাতেই দিনটি পালন করার রীতি চালু হয়েছে। আন্তর্জাতিক, মাতৃ দিবস চালু থাকলেও, বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্চ এবং এপ্রিলের নানা সময়, মাতৃ দিবস পালন করা হয়। এই দিনটি পালনের সূত্রপাত হয়েছিল প্রাচীন গ্রিসে মাতৃ আরাধনার প্রথা থেকে। রোমান সাম্রাজ্যের সময়ে ১৫ মার্চ থেকে ১৮ মার্চ, মাতৃ দিবস পালিত হত। ১৮৭০ সালে আমেরিকায় জুলিয়া ওয়ার্ড হোই, 'মা দিবসের ঘোষণাপত্র' প্রকাশ করেন।
Mother's Day 2024 Significance: তবে, নির্দিষ্ট ইতিহাস থাকলেও মা-এর প্রতি সম্মান জানানোর রীতি বিশ্বের সব দেশেই গোড়া থেকে চালু ছিল। সেই সব রীতি নিজস্ব সংস্কৃতি এবং পরিমণ্ডলে বিকশিত হয়েছিল। রাজতন্ত্রের বা সামন্ততন্ত্রের হাত ধরে সেই প্রথাগুলোই নানা রূপ পেয়েছিল নির্দিষ্ট সীমা এবং জাতির মধ্যে। পরবর্তী ক্ষেত্রে যতবার কোনও রাজত্ব বা সাম্রাজ্য ভেঙে গিয়েছে, বাইরের শক্তি সেই শাসকদের ক্ষমতাচ্যুত করেছে, গড়ে ওঠা মাতৃ-শ্রদ্ধার ভাবনাও আঞ্চলিকভাবে ধাক্কা খেয়েছে। তবে, তা পুরোপুরি মরে যায়নি। আবার, নতুন রূপে অন্য সংস্কৃতির হাত ধরে বিকশিত হয়েছে।
Mother's Day 2024 Theme: আনা জার্ভিস ১৯১২ সালে, মাদার'স ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (আন্তর্জাতিক মা দিবস সমিতি) নামে একটি সংগঠন গড়ে তোলেন। তিনি এবং তাঁর সংগঠন, 'মে মাসের দ্বিতীয় রবিবার' এবং 'মা দিবস', এইসব শব্দবন্ধকে যুক্ত করে ব্যাপক প্রচার চালান। আমেরিকা যুক্তরাষ্ট্রে ১২ মে দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে অনুমোদন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ও অন্যান্য মার্কিন প্রেসিডেন্টরাও, জনপ্রতিনিধিসভা কংগ্রেসে একই কায়দায় প্রচার চালান।
Mother's Day 2024 Celebrations এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কায়দায় ছুটির দিনটিকেই অন্যান্য দেশগুলো মা দিবসের দিন পালনের জন্য গ্রহণ করে। তবে, যে রাষ্ট্রগুলোর ধর্ম ক্যাথলিক, অথবা ইসলামি দেশগুলো- সেখানে ধর্মের হাত ধরে সেখানকার রীতি অনুযায়ী নির্দিষ্ট দিনে, মা দিবস পালিত হয়। আবার, বলিভিয়ায় ওখানকার নারীরা যেদিন একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই দিনটিতে, মা দিবস পালিত হয়।
আরও পড়ুন- মাদার্স ডে সেলিব্রেশন! বাড়িতেই করুন এই বিশেষ আয়োজন, খুশিতে ভরে যাবে মায়ের মন
বিভিন্ন দেশে, মা দিবস পালনের রীতি আলাদা। অনেক দেশে মা দিবস পালন না করলে তাকে অপরাধ হিসেবেও গণ্য করা হয়। অনেক দেশে আবার এই দিনটি একটি স্বল্প-পরিচিত উৎসব। যা মূলত প্রবাসীরা পালন করেন। সেখানে এই দিনপালনকে বিদেশি সংস্কৃতি হিসেবে স্থানীয় গণমাধ্যম প্রচার করে থাকে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবস' পালন শুরু হওয়ার ন' বছরের মাথায়, দিনটিকে বাণিজ্যিকভাবে পালন করার অভিযোগে আনা জার্ভিস নিজেই এভাবে, মা দিবস পালনের ঘোর বিরোধিতা করেন। শুধু তাই নয়, নিজের সমস্ত সম্পত্তি দিয়ে শেষ জীবন পর্যন্ত তিনি দিনটির এমন অবমাননার প্রতিবাদ জানান।