Advertisment

Muharram 2018: আজ পবিত্র মহরম, তাজিয়া পরিক্রমায় ব্যস্ত শহর

Muharram 2018 Date in India: মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে মহরম বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অনেক জায়গায় শান্তি বজায় রাখতে অস্ত্র না নিয়েই বের হবে মিছিল। প্রতি বছর এই দিনটি আসে শোকের বার্তা নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শোকবার্তাই বহন করে পবিত্র মহরম।

Muharram 2018: আজ মহরম। ইসলামের এই পবিত্র মাসে শিয়া শ্রেণির মুসলিমরা শোকপালন করেন। কথিত আছে, এই দিনেই ইয়াজিদ কারবালার যুদ্ধে হজরত মহম্মদের প্রপৌত্র হুসেনকে হত্যা করেন। এই ঘটনার শোকপালন করতেই পালিত হয় মহরম। আসলে মহরম আরবি শব্দ, যার মানে সম্মানিত। ইসলামের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই মাসেই ঘটেছিল। ইসলামি বর্ষপঞ্জির প্রথম পবিত্র মাস মহরম। যুগে যুগে এই দিনযাপনের সাক্ষী শহর কলকাতা ও পশ্চিমবঙ্গ।

Advertisment

শহরের বিভিন্ন প্রান্ত থেকে তাজিয়া বের করেন  শিয়া সম্প্রদায়ের মানুষেরা। শোকপালনের অঙ্গ হিসেবে মাসের প্রথম দশদিন উপবাস রাখেন শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষ, তারপরেই হুসেনের জন্য পদযাত্রায় হাঁটেন শিয়ারা। তবে তাজিয়া প্রদর্শনী এদিনের একটি আকর্ষণীয় বিষয়। মহরম উপলক্ষে শহরে প্রশাসনের সতর্কতা চোখে পড়ার মতো থাকে প্রতিবারই।

এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন। শহরের বেশ কিছু রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। শিয়ালদহ, এজেসি বোস রোড, হেস্টিংস, খিদিরপুর এলাকায় আজ সারাদিনই যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আর সন্ধ্যের পর সারারাত বন্ধ থাকবে যান বাহন। ফের তা স্বাভাবিক হবে শনিবার সকালে।

মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে মহরম বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অনেক জায়গায় শান্তি বজায় রাখতে অস্ত্র না নিয়েই বের হবে মিছিল। আসলে প্রতি বছর এই দিনটি আসে শোকের বার্তা নিয়ে। আবার অন্যদিকে দেখতে গেলে এই দিনেই শুরু হয়েছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীন লড়াই।

Advertisment