Advertisment

কারা আসছেন মোদীর শপথে, মেনুই বা কী?

হাই টি তে থাকছে লেমন টার্ট, স্যান্ডউইচ, সিঙ্গারা, রাজভোগ। নৈশ ভোজের মেনুতে আমিষ-নিরামিষ দু' ধরনের ব্যবস্থাই থাকছে অতিথিদের কথা মাথায় রেখে। লেমন করিয়েন্ডার স্যুপ থাকছে একেবারে প্রথম পাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ দিল্লির রাষ্ট্রপতিভবনে সন্ধে সাতটার সময় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ। রাজধানীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে মোদী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

Advertisment

দেশ বিদেশ মিলিয়ে ৬০০০ অতিথির আমন্ত্রণ রয়েছে ৩০ তারিখের শপথ গ্রহণ অনুষ্ঠানে। চা পান থেকে নৈশভোজ, সব ব্যবস্থাই থাকছে।

রান্না বান্নার দায়িত্বে থাকছে রাষ্ট্রপতির হেঁসেল সামলানো রন্ধন বিশারদরা। আলাদা করে মাথায় রাখা হচ্ছে বিমস্টেক সংগঠনের সদস্যদের কথা। তেল-ঝাল-মশলার খাবার আবার তাদদের মুখে রোচে না। সে দিকেও নজর রাখা হচ্ছে বিশেষ করে।

মেনুতে থাকছে জনপ্রিয় পদ 'ডাল রাইসিনা' এবং 'মা কি ডাল'। 'মা কি ডাল' রাঁধতে নাকি সময় লাগে কম করে ৮ ঘন্টা।

rashtrapati bhavan, rashtrapati bhavan kitchen, pranab mukherjee, pranab mukherjee kitchen, pranab mukherjee chef, caviar, chef machindra kasture, food, cusine, president food, president chef, best chef of india, national tourism award, indian express talk

শেফ মাশিন্দ্রা কাস্তুরে থাকছেন হেঁশেল তদারকির দায়িত্বে । বারাক ওবামা এ দেশে আসলে কাস্তুরেই দায়িত্বে থাকতেন রসনা তৃপ্তির।

হেভি ওয়েট অতিথিদের তালিকায় থাকছেন বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, কিরগিজ প্রজাতন্ত্রের প্রতিনিধিরা। থাকছেন তামিল চলচ্চিত্র জগতের দুই তারকা রজনীকান্ত, কামাল হাসান।

Read the full story in English

General Election 2019 narendra modi PM Narendra Modi
Advertisment