দেশ বিদেশ মিলিয়ে ৬০০০ অতিথির আমন্ত্রণ রয়েছে ৩০ তারিখের শপথ গ্রহণ অনুষ্ঠানে। চা পান থেকে নৈশভোজ, সব ব্যবস্থাই থাকছে।
রান্না বান্নার দায়িত্বে থাকছে রাষ্ট্রপতির হেঁসেল সামলানো রন্ধন বিশারদরা। আলাদা করে মাথায় রাখা হচ্ছে বিমস্টেক সংগঠনের সদস্যদের কথা। তেল-ঝাল-মশলার খাবার আবার তাদদের মুখে রোচে না। সে দিকেও নজর রাখা হচ্ছে বিশেষ করে।
মেনুতে থাকছে জনপ্রিয় পদ ‘ডাল রাইসিনা’ এবং ‘মা কি ডাল’। ‘মা কি ডাল’ রাঁধতে নাকি সময় লাগে কম করে ৮ ঘন্টা।

শেফ মাশিন্দ্রা কাস্তুরে থাকছেন হেঁশেল তদারকির দায়িত্বে । বারাক ওবামা এ দেশে আসলে কাস্তুরেই দায়িত্বে থাকতেন রসনা তৃপ্তির।
হেভি ওয়েট অতিথিদের তালিকায় থাকছেন বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, কিরগিজ প্রজাতন্ত্রের প্রতিনিধিরা। থাকছেন তামিল চলচ্চিত্র জগতের দুই তারকা রজনীকান্ত, কামাল হাসান।
Read the full story in English