/indian-express-bangla/media/media_files/2025/09/10/dandruff-remedies-1-2025-09-10-13-11-56.jpg)
Dandruff Remedies: খুশকি তাড়ান।
/indian-express-bangla/media/media_files/2025/07/14/oil-for-hair-growth-2025-07-14-17-29-01.jpg)
খুশকির সমস্যা
Dandruff Remedies: খুশকি এমন এক সমস্যা, যা প্রায় আমাদের প্রত্যেককেই জীবনে নানা সময় মানসিকভাবে চূড়ান্ত চাপে ফেলেছে। হাজারো শ্যাম্পু মাখা, যে যা বলছে, সবকিছু করার পরও মাথা থেকে গুঁড়ো কীসব যেন ঝরে পড়ছে। চুল উঠে যাচ্ছে। নিজেরই ভয় হচ্ছে, দু'দিন পরে লোকে হয়তো 'টেকো' বলবে। এই ভয় যদি আপনাকেও কুড়ে কুড়ে খায়, তবে আর দেরি করবেন না! এখানে একটা টোটকার কথা বলা হচ্ছে, সেটা কাজে লাগান। তাহলেই চমৎকারটা কী ঘটছে, নিজেই বুঝতে পারবেন। তবে সবার আগে জেনে নিন, খুশকিটা কী! আর, সেটা মাথায় কেন হয়?
/indian-express-bangla/media/media_files/2025/06/24/hair-growth-tips-2025-06-24-17-17-14.jpg)
কী সেই পাঁচটি জিনিস?
আসলে খুশকি মূলত মাথার ত্বকে থাকা ছত্রাকের সংক্রমণের জন্য হয়। সাধারণত মানুষ বাজারের কেমিক্যাল শ্যাম্পুর ওপর নির্ভর করেন। কিন্তু, এই সব শ্যাম্পু অনেক সময়ই চুল আর মাথার ত্বকের ক্ষতি করে। তাই ঘরোয়া বা প্রাকৃতিক উপায়ে খুশকি দূর করার চেষ্টাই সবচেয়ে নিরাপদ আর কাজের। নীচে পাঁচটি ঘরোয়া জিনিসের কথা বলা হল। এগুলো আপনার মাথার খুশকি দূর করতে অসাধারণ কাজ করবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/dandruff-remedies-2-2025-09-10-13-12-08.jpg)
মেথি (Fenugreek Seeds)
এর মধ্যে মেথি ব্যবহার করে খুশকি দূর করার কায়দা বহু পুরোনো। ২ চামচ মেথি রাতভর ভিজিয়ে রাখুন। সকালে ওই মেথি ভালোভাবে বেটে নিন। ওতে লেবুর রস আর পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এমনটা সপ্তাহে ২ বার করলেই খুশকি কমে যাবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/dandruff-remedies-3-2025-09-10-13-12-31.jpg)
লেবুর রস আর নারকেল তেল
মেথি ব্যবহার না করলে লেবুর রস আর নারকেল তেলের মিশ্রণও ব্যবহার করতে পারেন। লেবুতে আছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান। আর নারকেল তেল মাথার ত্বককে আর্দ্র রাখে। সমান পরিমাণ লেবুর রস আর নারকেল তেল মিশিয়ে নিন। মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এমনটা করলেই মাথা হবে খুশকিমুক্ত।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/dandruff-remedies-4-2025-09-10-13-14-13.jpg)
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ। খাঁটি অ্যালোভেরা জেল সরাসরি মাথার ত্বকে লাগান। ১০ মিনিট রেখে মাথা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই জিনিস নিয়মিত ব্যবহার করলে খুশকি তো কমবেই, চুলও হবে মসৃণ আর ঘন।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/dandruff-remedies-5-2025-09-10-13-19-33.jpg)
ডিম আর দইয়ের মিশ্রণ
ডিমের সাদা অংশে আছে প্রোটিন আর সালফার। আর দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড। যা মাথার ত্বক পরিষ্কার করে। একটি ডিমের সাদা অংশ আলাদা করে নিন। এতে এক কাপ টক দই ও ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করার পাশাপাশি চুলকে করবে নরম এবং উজ্জ্বল।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/dandruff-remedies-6-2025-09-10-13-20-06.jpg)
দই ও লেবুর রস
দই ও লেবুর মিশ্রণ খুশকি দূর করতে দারুণ কাজের। আধ কাপ দইয়ের সঙ্গে একচামচ লেবুর রস মেশান। এই মিশ্রণটা মাথার ত্বকে ভালোভাবে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১–২ বার ব্যবহার করলেই খুব দ্রুত ফল মিলবে।
/indian-express-bangla/media/media_files/2025/07/29/hair-problem-5-2025-07-29-19-32-50.jpg)
খুশকি দূর করার অতিরিক্ত টিপস
খুব বেশি গরম জল দিয়ে চুল ধোবেন না। সবসময় চুল পরিষ্কার রাখুন। খুব বেশি কেমিক্যাল আছে, এমন হেয়ার প্রোডাক্ট ব্যবহার এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম আর পুষ্টিকর খাবার খাওয়া খুশকি দূর করতে সাহায্য করে। মনে রাখবেন খুশকি দূর করতে বাজারের দামি প্রোডাক্টের দরকার নেই। মেথি, লেবু, নারকেল তেল, অ্যালোভেরা, ডিম আর দই– এই ৫টি উপাদানই আপনার রান্নাঘরে পাওয়া যায়। আর, এগুলো দিয়েই ন্যাচারাল উপায়ে খুশকি দূর করা সম্ভব। নিয়মিত ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই খুশকি দূর হবে। চুল ফিরে পাবে স্বাভাবিক উজ্জ্বলতা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us