Advertisment

New Year 2020 Wishes Images, Quotes, Posters, Messages, Status: প্রিয়জনদের জানান নতুন বছরের শুভেচ্ছা

Happy New Year 2020 Advance Wishes Images, Quotes, SMS, Messages, Posters, Wallpapers: প্রিয়জনদের একটু মনে করিয়ে দিন না, আপনি তাদের কথা কতটা ভাবছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নতুন বছর আসুক নতুন ভাবনা নিয়ে। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

Happy New Year 2020 Wishes, Quotes Images: দেখতে দেখতে চলে এল ২০২০। আর যা কিছু নতুন, তাকে ঘিরে আমাদের মনে থাকে ভরপুর উত্তেজনা। ২০২০ নিয়েও কিন্তু কম চর্চা হয়নি। কেমন যাবে? কী কী নতুন ঘটনা ঘটতে পারে, নিজেকে কতটা পালটাতে পারেন, এই নিয়ে জল্পনার শেষ নেই।

Advertisment

publive-image অলংকরণ-অভিজিৎ বিশ্বাস

পাঠকদের জন্য রইল নতুন বছরের এক ঝাঁক গ্রিটিংস কার্ড

publive-image

Advertisment

২০২০ যখন এসেই পড়েছে, কাছের মানুষকে একটা শুভেচ্ছাবার্তা তো পাঠাতেই হয়। প্রিয়জনদের একটু মনে করিয়ে দিন না, আপনি তাদের কথা কতটা ভাবছেন। আর কাছের মানুষ যদি দূরেও থাকে অনেক, আপনার একটা শুভেচ্ছাবার্তাই কিন্তু অনেকটা মন ভাল করে দিতে পারে তাদের।

publive-image অলংকরণ-অভিজিৎ বিশ্বাস

publive-image অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

এক একটা বছর শেষ হয়ে নতুন একটা বছর আসে। কী বদলায় আসলে? বলি বটে, নতুন সূর্য, নতুন দিন, আসলে কিন্তু পৃথিবীর বয়স বাড়ে, আমাদেরও। আর বাড়ে অভিজ্ঞতা।

publive-image

উদযাপনের জন্য একটা অজুহাত তো চাই, বছরের এই সময়টা সেই মিষ্টি অজুহাত। পৃথিবীর বয়স বাড়বে বলে আনন্দ, হই হুল্লোর, হাসি-মজা-গল্প-গান।

publive-image অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

আর নতুন বছরে পুরনো সব কিছুকে বাদ দিতেই হবে কেন? সঙ্গে নিয়েও তো চলা যায়। সে কথা একবার মনে করিয়ে দিন না আপনার ভালোবাসার মানুষদের।

publive-image

নতুন বছর কাটুক সবাইকে নিয়ে, সুস্থ ভাবে। আর ক্যালেন্ডারের পাতার সঙ্গে সঙ্গে দিনগুলোও যেন পালটায়। আমরা যেন হাঁটতে পারি অন্ধকার থেকে আলোর দিকে।

Advertisment