সদ্য পেরিয়ে এলাম ২০১৯। বছর শেষে, নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে কিছু প্রতিজ্ঞা করেছিলেন নিজের কাছে। সে সব কটটা রাখতে পারছেন?
আরও একটা নতুন বছর। উদযাপনের পাশাপাশি যা কিছু নতুন, তাই নিয়েই আমাদের মনে থাকে হাজারো প্রশ্ন। তার ওপর নতুন বছরের নতুন রেজলিউশন তো আছেই। আসলে এ ক্ষেত্রে কিন্তু দিনক্ষণ পাঁজি দেখে রেজলিউশন নিতে হবে, ব্যাপারটা তেমন নয়। তবে কী না, চারপাশে সব নতুন নতুন বলে এই সময়ের রেজলিউশন বেশ কার্যকর হয়।
২০২০-এর শুরুতে নিজের কাছে এই প্রতিজ্ঞাগুলো করেছিলেন আপনি? কেমন আছে সে সব রেজলিউশন? একবার না হয় ফের মনে করিয়ে দেওয়া যাক
মুঠোফোন নয়, কথা হোক মুখোমুখি
কাজের জায়গায় অধিকাংশ সময়ে মোবাইল অথবা ল্যাপটপের সঙ্গেই সংসার পেতেছেন। কাজের শেষে পড়ে থাকা সময়টুকু দিন নিজেকে আর কাছের মানুষদের। কথা হোক মুখোমুখি। প্রযুক্তি থাকুক প্রয়োজনে। আর ভাব বিনিময়, আড্ডা চলুক মুখোমুখি।
বোকাবাক্সে নয়, মন থাকুক সাদা-কালো অক্ষরে
শাশুড়ি-বউয়ের মনোমালিন্য নিয়ে রোজ সন্ধেটা না হয় নষ্ট নাই বা করলেন। সাদা পাতার ওপর কালো অক্ষরগুলো আপনারই অপেক্ষায়। একটু বই পড়ুন না, ভালো থাকবেন। কল্পনাপ্রবণ হয়ে উঠবেন।
আরও পড়ুন, দশক ফুরোল, বাঙালি জীবনে কী এল, কী হারাল?
পরিবেশের প্রতি একটু যত্নশীল হই আমরা
শুধু নিজেদের ভালো থাকার কথা না ভেবে মাথায় রাখি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে যেতে হবে। সবুজের প্রতি একটু মায়া থাক আমাদের। পশুপাখীদের জন্য থাক একটু ভালোবাসা।
ফাস্টফুড এড়িয়ে ঘরের খাবার খাওয়াই যায়
রোজ রোজ তন্বী হয়ে ওঠার চক্করে বাড়িতে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছেন, অথচ নিজে অফিস পৌঁছনোর আগে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ আপনার ডেস্কে পৌঁছে দিচ্ছে মন মতো খাবার, এসব আর কত দিন? বাইরের খাবার ,মাসে দু'দিন খান। বাকিটা ঘরের খাবার। এতে রেস্তোরাঁয় যাওয়ার শিশুসুলভ উত্তেজনার দিনগুলো আবার ফিরেও আসবে, আবার স্বাস্থ্যও থাকবে।
আরও পড়ুন, চেনা বড়দিন, অচেনা শহর…কেমন আছে কলকাতা?
নিজের ভাষা আর সংস্কৃতি নিয়ে একটু গর্ব থাক
আপনার সন্তান অথবা আপনার দিনের অধিকাংশ সময় কাটছে যে স্কুলে কলেজে অথবা কাজের জায়গায়, সেখানে কথা বলতে হয় ইংরেজিতে। বাকি সময়টা বাড়িতে অথবা বন্ধুদের সঙ্গে বাংলা অথবা যে যার নিজের ভাষায় কথা বলুন, বাংলা গান শুনুন, ছবি দেখুন। প্রেমিকের সঙ্গে ঝগড়াটাতো অবশ্যই বাংলায় করুন। স্ত্রীয়ের রাগ ভাঙ্গাতে চিঠি লিখুন না বাংলায়। জন্মদিন, নতুন বছরে বাড়ির খুদেদের উপহার দিন বাংলা বই।
ভাবনার স্বাতন্ত্র বজায় থাক
সবাই যা ভাবছে, তাকেই নিজের মত হিসেবে মেনে নেবেন না। চিন্তা করুন নিজের মতোন। ভাবনা স্বাধীন না হলে জানবেন, আপনি স্বাধীন নন। অসহিষ্ণু হবেন না। অন্যের মতও থাকুক আপনার পাশাপাশি। ভিন্ন মত পাশাপাশি থাকলেও সমস্যা থাকেনা, মূল্যবোধের ফারাক না হলেই হল।